চাটখিলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিএনপি নেতার উপর হামলা গাড়ি ভাঙচুর
চাটখিল প্রতিনিধি:
নোয়াখালী চাটখিল উপজেলা ৪নং বদলকোট ইউনিয়ন ৮নং ওয়ার্ড মধ্য বদলকোট কাশেম মজুমদার বাড়ীর মসজিদের সামনে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে অত্র ইউনিয়ন যুবলীগ নেতা ও কিশোর গ্যাংঘের প্রধান শাহাদাত গুরুপের হাতে বিএনপি নেতা শাররিক ভাবে নির্যাতিত হন গতকাল বিকালে ৮নং বিএনপি নেতা মো:নাজিম উদ্দিন এর তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয় এই ঘটনা জের পরবর্তীতে শাহাদাত ও তার বাহিনী নাজিম উদ্দিনকে বেধড়ক মারধর করে। সে সময় সেখানে উপস্থিত ছিলেন ৮নং ওয়াডের বাসিন্দা খোকন পাটোয়ারী তিনি ঘটনার সময় শাহাদাত বাহিনীকে শান্ত করার চেষ্টা করেন।পরে সেই ঘটনাকে কেন্দ্র করে রাতে বিএনপি নেতার পিকআপ গাড়ির সানের গ্লাস ভাংচুর করেন। উক্ত ঘটনায় ভোক্ত ভোগি গন চেয়ারম্যান ও মেম্বার সহ এলাকার গন্য-মান্য ব্যাক্তির অবহিত করেন।