ঢাকা | এপ্রিল ২৭, ২০২৪ - ১:৫৮ অপরাহ্ন

সাপ্তাহিক জয়যাত্রার ৪৩তম বর্ষ উদযাপন

  • আপডেট: Sunday, January 28, 2024 - 5:48 pm
  • পঠিত হয়েছে: 110 বার

টাচ নিউজ ডেস্ক: নানা আয়োজনে সাপ্তাহিক জয়যাত্রা পত্রিকার ৪৩তম বর্ষ মেট্রো লাউঞ্জে উদযাপিত হয় | পত্রিকার উপদেষ্টা সম্পাদক অর্থ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক নাসিম বলেন, সাংবাদিক নিবন্ধনের ব্যাপারে সাংবাদিকদের সহযোগিতা কামনা করি | অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন নিজামুল কবির মহাপরিচালক গণযোগাযোগ অধিদপ্তর | অনুষ্ঠান উদ্বোধন করেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি আবু জাফর সূর্য | বিশেষ অতিথি ছিলেন এস এম শামসুল হুদা সম্পাদক দৈনিক বজ্রশক্তি , আহমেদ মির্জা খবীর সম্পাদক সাপ্তাহিক জয়যাত্রা, এ এস এম নজীবুল আকবর উপ সম্পাদক দৈনিক দিন প্রতিদিন, মোঃ জাহাঙ্গীর কবির সহকারী সম্পাদক অগ্রণী বার্তা, রিপোর্টাস ক্লাব ঢাকার সভাপতি জাকির হোসেন মাঝি, একাত্তর টেলিভিশনের নাদিয়া শারমিন | বিশেষ আলোচকের বক্তব্যে বাংলাদেশ নিউজ এডিটরস গিল্ড ও মিডিয়া জার্নালিস্ট ক্লাব অব বাংলাদেশ সংগঠনদ্বয়ের সভাপতি এবং দৈনিক মাতৃভূমির খবরের বার্তা সম্পাদক মোঃ মইনুল ইসলাম বাদল চৌধুরী বলেন, সাংবাদিকদের আইনি সুরক্ষা, রেশনিং ব্যাবস্থা, চিকিৎসা, পেনশন ও পরিবহন প্রয়োজন এব্যাপারে সরকারের আশু দৃষ্টি কামনা করি | অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আলী আশরাফ আকন্দ | জয়যাত্রার প্রকাশক আনুষ্ঠানিক ভাবে পত্রিকার সকল দ্বায়িত্ব ভারপ্রাপ্ত সম্পাদক আলী আশরাফ আখন্দকে প্রদান করেন | অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন শিমুল পারভীন ও জেসমিন বন্যা | আলোচনা শেষে জয়যাত্রা পুরস্কার প্রদান ও বিশিষ্ট সংগীত শিল্পী মেহেরুন আশরাফের সুমধুর গানের মধ্যে দিয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয় |