ঢাকা | এপ্রিল ৩০, ২০২৪ - ২:৩৮ অপরাহ্ন

শিরোনাম

আলহাজ্ব আব্দুল বারেক স্বাধীনতা সংসদের নির্বাহী চেয়ারম্যান মনোনীত

  • আপডেট: Wednesday, April 3, 2024 - 8:26 am
  • পঠিত হয়েছে: 60 বার

টাচ নিউজ ডেস্ক: স্বাধীনতা সংসদের চেয়ারম্যান মোহাম্মদ শহীদুল্লাহ প্রিন্স ও মহাসচিব সাহেদ আহাম্মদ, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী আলহাজ্ব আব্দুল বারেক কে স্বাধীনতা সংসদের নির্বাহী চেয়ারম্যান মনোনীত করেছেন। আলহাজ্ব আব্দুল বারেক পুরাতন ঢাকার আগামাসি লেনে একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। পড়াশোনা শেষ করে প্যাকেজিং এর মাধ্যমে তিনি ব্যবসা শুরু করেন। একজন আদর্শ মানবীয় গুণাবলীর সার সংক্ষেপ তিনি। তাঁর নিঃস্বার্থ, পরোপকারী ও জনহিতৈষীমূলক কার্যক্রমের জন্য তিনি সামাজিক ভাবে সকল মহলে সুপরিচিত। দেশের প্যাকেজিং ও আবাসন শিল্পের প্রসারে তিনি প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অবদান রেখে চলেছেন। তিনি শুধু নিজ এলাকায় নয় দেশের প্রত্যন্ত অঞ্চলে মসজিদ, মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক, ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের সঙ্গে নিজেকে যুক্ত রেখেছেন। সমাজে তাঁর অসামান্য অবদানের জন্য অনেক সংগঠন তাকে পুরস্কার প্রদান করেছে। স্বাধীনতা সংসদের নির্বাহী চেয়ারম্যান হিসেবে পেয়ে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে বলে মনে করেন সংগঠনের নেতৃবৃন্দ।