ঢাকা | ফেব্রুয়ারী ৮, ২০২৫ - ৮:৩২ পূর্বাহ্ন

শিরোনাম

পিরোজপুরে প্রাইভেটকার খাদে পড়ে নিহত ৮

  • আপডেট: Thursday, October 10, 2024 - 5:28 am
  • পঠিত হয়েছে: 58 বার

টাচ নিউজ: পিরোজপুর সদরের কদমতলা এলাকায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে চার শিশুসহ আটজন নিহত হয়েছেন। বুধবার মধ্যরাত সোয়া ২টায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসীম বিষয়টি নিশ্চিত করে সংবাদমাধ্যমকে জানান, বুধবার রাত ২টার দিকে পিরোজপুরের কদমতলা বাজারে একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে চার শিশুসহ মোট আটজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চারজন একই পরিবারের। এর মধ্যে দু’জন পুরুষ, দু’জন নারী ও চারজন শিশু রয়েছেন।