ঢাকা | জানুয়ারী ২১, ২০২৫ - ১২:০৩ পূর্বাহ্ন

শিরোনাম

বাহরাইনে আগুনে প্রবাসী বাংলাদেশীদের প্রায় ৪০টি দোকান পুড়ে ছাই

  • আপডেট: Sunday, June 16, 2024 - 10:16 am
  • পঠিত হয়েছে: 174 বার

বাহরাইন থেকে ইয়াছিন,টাচ নিউজ প্রতিনিধি:
গত বুধবার ১২ই জুন,বিকালে বাহরাইনের রাজধানী মানামা শেখ আবদুল্লাহ রোড সংলগ্ন মার্কেটে আগুন লেগে প্রায় ৪০অধিক দোকানসহ একটি ৫তলা ভবন পুড়ে গেছে।এর মধ্যে ৩০থেকে ৩৫টা দোকান ছিলো বাংলাদেশী প্রবাসীদের। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, আসন্ন কুরবানী ঈদকে সামনে রেখে দোকানগুলোতে অনেক মালামাল তুলেছিলেন তারা। আগুনে সব পুড়ে ছাই হয়ে গেছে। ঈদকে সামনে রেখে,সবাইর কত সপ্ন ছিলো,কিন্তু ২/৩তিন মিনিটেই ভেঁঙ্গে গেলো,প্রবাসীদের হাজার,হাজার দিনারের সপ্ন।এই সব দোকানের মধ্যে লুকিয়ে ছিলো,প্রবাসীদের পরিবারে রিজিক এবং হাজারো রঙিন সপ্ন ।তবে ধারণা করা হচ্ছে আগুন একটি জামা কাপড়ের দোকান থেকে সূত্রপাত ঘটতে পারে বলে অনুমান করা হয়।১০থেকে ১৫মিনিটের মধ্যে পুরো দোকান পাঠ,সহ সামনের ৫তলা ভবনের মধ্যে চড়ি পড়ে আগুন,ঘটনার কিছুক্ষনের মধ্যে বাহরাইন পায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসলেও আগুন পরিপূর্ণ নিবতে সময় লাগে প্রায় ১৬থেকে ১৭ ঘন্টা,অনেক হতাহতের ঘটনাও ঘটেছে,যদিও কনো পরিসংখ্যা ততথ্য পুরো পুরি পাওয়া যায়নি।২/৩জনের মৃত্যুর সংবাদ ছাড়া।আগুনে পুঁড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত দের বাহরাইন সরকারের সহায়তা করতে পারে বলে আশ্বাস ক্ষতিগ্রস্ত ব্যাবসায়ীরা।