ঢাকা | এপ্রিল ২৮, ২০২৪ - ১২:৪০ পূর্বাহ্ন

শিরোনাম

লন্ডন বিলেতে দুদেশের জাতীয় সংগীত অনুষ্ঠিত

  • আপডেট: Wednesday, December 27, 2023 - 6:59 pm
  • পঠিত হয়েছে: 103 বার

টাচ নিউজ ডেস্ক: বিলেতের মাটিতে এই প্রথম বারের মত বাংলাদেশ ও ব্রিটেনের জাতীয় সংগীত একযোগে পরিবেশিত হয়। অনুষ্ঠানটি গত ২২শে ডিসেম্বর পুর্ব লন্ডনের মে ফেয়ার ভেন্যুতে অনুষ্টিত হয়। বাংলাদেশের শত শিশুর কন্ঠে; চেতনায় বাংলাদেশ আয়োজিত বিজয় মেলা। বাংলাদেশের এই মিলন মেলায় অনেক ব্রিটিশ পার্লামেন্টারিয়ান সদস্য উপস্হিত ছিলেন। তারা ও প্রথমবারের মত বাংগালীদের আয়োজিত অনুষ্ঠানে ব্রিটেনের জাতীয় সংগীত শুনে গর্ববোধ করেন এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন আয়োজকের প্রতি। আয়োজক মীরা বড়ুয়া বলেন, আমরা এদেশে থাকি; এ দেশের অবদানে রক্ত মাংসে বেচেঁ আছি এদেশের। তাই বাংলাদেশের সাথে সাথে, এ দেশের প্রতিও আমাদের কৃতজ্ঞতা শ্রদ্ধা এবং ভালোবাসা থাকা খুবই জরুরী। তা ছাড়া আমাদের মুক্তিযুদ্ধ সহ বিভিন্ন আপদ কালিন সময়ে আমরা বহুভাবে কাছে পেয়েছি এদেশটিকে। তারই কৃতজ্ঞতা স্বরুপ আজকের আয়োজনে পুরো ব্রিটিশ জাতির প্রতি শ্রদ্ধা নিবেদন চেতনায় বাংলাদেশের সভাপ্রতি মীরা বড়ুয়ার।

যারা উপস্হিত ছিলেন তারা হলেন,
মি:রিচার্ড সেমিটিগো, সাবেক চেয়ারম্যান, বার্কিং কনজার্ভেটিভ। মেয়র ও কাউন্সিলর, জনাবা, জ্যোসনা ইসলাম, লন্ডন বরো অফ রেডব্রীজ এবং উনার সহধর্মিণী , কাউন্সিলর শাহ ইসলাম। মেয়র ও কাউন্সিলর জনাবা, নাজমা রহমান, ক্যামডেন এবং কাউন্সিলর শান্তু ফেরদৌস , নিউহ্যাম। কাউন্সিলর লাকমিনি শাহ, নিউহ্যাম, বৃহত্তর লন্ডন অ্যাসেম্বলি সদস্য, উনমেষ দেশাই, সাইমন রুশ, কাউন্সিলর নিউহ্যাম, ওলুফেমী ফালোলা, কাউন্সিলর দিনা, কাউন্সিলর, ফয়জুর রহমান, ইলফোর্ড। এছাড়াও মহতী অনুষ্ঠানে সুদূর ব্রাইটন থেকে এসেছিলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও বিশিষ্ট অর্থনীতিবিদ এম এম আকাশ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি ও মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, মুক্তিযোদ্ধা আবু হাসান সহ উপস্থিত হয়েছিলেন অন্যান্যরা।