ঢাকা | ডিসেম্বর ২৭, ২০২৪ - ৩:১৯ পূর্বাহ্ন

শিরোনাম

  • আপডেট: Friday, March 8, 2024 - 5:05 pm
  • পঠিত হয়েছে: 165 বার

আনিছ আহম্মদ হানিফ,চাটখিল উপজেলা প্রতিনিধি:
নোয়াখালীর চাটখিল উপজেলার ৯ নং খিলপাড়া ইউনিয়নের খিলপাড়া বাজারে আগুনে পুড়ে দুটি দোকান ভস্মীভূত হয়।
গতকাল রাত আনুমানিক সাড়ে সাত ঘটিকায় চাটখিল উপজেলার খিলপাড়া দক্ষিণ বাজারে বিদ্যুৎ সার্কিটের কারণে মাহি বেডিং স্টোর অ্যান্ড তুলার মেল কাজী রাইছ মিল দুটি দোকান সম্পূর্ণ পড়ে যায় প্রত্যক্ষদর্শীরা জানান সন্ধ্যা৭ , ৩০ ঘটিকায় হঠাৎ করে মাহি বেডিং স্টৌরে আগুন দেখে আগুন আগুন বলে সুখ চিৎকার করে বাজারে উপস্থিত লোকজন পানি দিয়ে প্রাণপণ চেষ্টা করে আগুন নিভানোর জন্য আগুনের খবর চাটখিল ফায়ার সার্ভিসের ঘটনাস্থলে পৌঁছে দুই ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে ততক্ষণে দুইটি দোকানের মালামাল পুড়ে ছাঁই হয়ে যায় এতে মাহি বেডিং স্টোর এন্ড তুলার মিলের মালিক মনির হোসেন সাংবাদিকদের জানান তার দোকানে প্রায় ৮ লক্ষ টাকার কাপড় তুলা মজুদ ছিল আমি অনেক ধার দেনা ও লোন করে দোকানে মাল তুলি আমি নিঃস্ব হয়ে গেলাম তার কান্নায় আশেপাশের পরিবেশ ভারি হয়ে যায় পাশের দোকানের মালিক জানান তার প্রায় তিন লক্ষ টাকার ক্ষতি হয় এই ঘটনার খবর পেয়ে উপজেলা প্রশাসন চাটখিল থানার পুলিশ কর্মকর্তা গন আগুনে পোড়া স্থান পরিদর্শন করেন।