ঢাকা | নভেম্বর ৬, ২০২৪ - ১২:৪৬ পূর্বাহ্ন

নোয়াখালীর চাটখিলে চুরির আংশিক মালামাল উদ্ধার, গ্রেফতার-৪

  • আপডেট: Tuesday, January 16, 2024 - 12:47 pm
  • পঠিত হয়েছে: 156 বার

আনিছ আহম্মদ হানিফ,চাটখিল উপজেলা প্রতিনিধি:

নোয়াখালীর চাটখিল উপজেলা ৩নং পরকোট ইউনিয়নে চুরির ঘটনায় ফারুক, জাবেদ, রকি,পলাশকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার বিকেলে গ্রেফতারকৃতদের কে আদালতে সোপর্দ করা হয়। গত রোববার
উপজেলার বিভিন্ন স্থানে পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করেছে।

থানায় সূত্রে জানা যায় গত ৪ জানুয়ারী অত্র ইউনিয়নের পূর্ব পরকোট গ্রামের জিন্নাত আলী বেপারী বাড়ীর আব্দুর রহিমের ঘরে চুরি সংক্রান্তে লিখিত অভিযোগ দায়ের করেন। তার ভিত্তিতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো ১। মোঃ ফারুক হোসেন (২৬), পিতা-মাসুদ আলম, (হাঁশারী বাড়ী), ২। মোঃ শাহাদাৎ হোসেন প্রঃ জাবেদ (২১), পিতা-মৃত শাহজাহান, পূর্ব পরকোট (জিন্নত আলী বেপারী বাড়ী), ৩। মোঃ রকি (২২), পিতা-মোঃ হোসেন, (জিন্নত আলী ব্যাপারী বাড়ী, ০৪। মোঃ সাইফুল ইসলাম পলাশ (২৬), পিতা-মোঃ শফিক উল্লাহ, (হিজ্বের বাড়ী), উল্লেখিত সকলে পূর্ব পরকোট গ্রামের।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমদাদুল হক গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান গ্রেফতারকৃতদেরকে সোমবার বিকেলে নোয়াখালী বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
তিনি আরো বলেন থানায় জিজ্ঞাসাবাদে ২নং আসামী মোঃ শাহাদাৎ হোসেন প্রঃ জাবেদ (২১) উক্ত চুরি ঘটনায় নিজে সহ উল্লেখিত তিন জন আসামীরা চুরির ঘটনায় জড়িত আছে মর্মে দোষ স্বীকার করে। আসামীদের তথ্য মতে চুরি যাওয়া দুই হাজার টাকা ও ভ্যানিটি ব্যাগ উদ্ধার করা হয়েছে।