ঢাকা | জানুয়ারী ২২, ২০২৫ - ১০:৩১ পূর্বাহ্ন

শিরোনাম

সোনালী ব্যাংক স্বাধীনতা ব্যাংকার্স  পরিষদের সভাপতি তুষার সম্পাদক রায়হান

  • আপডেট: Thursday, December 7, 2023 - 6:41 pm
  • পঠিত হয়েছে: 303 বার

নিজস্ব প্রতিবেদক: আলাউদ্দিন তুষারকে সভাপতি এবং মো. আব্দুর রায়হানকে সাধারণ সম্পাদক করে আগামী দুই বছরের জন্য স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ সোনালী ব্যাংক শাখার প্রাতিষ্ঠানিক নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। সোমবার স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি মোহাম্মদ আক্কাছ আলী আকাশ  ও সাধারণ সম্পাদক আশরাফ উল আলম ব্যাকুল নতুন কমিটিতে স্বাক্ষর করে অনুমোদন দেন।

স্বাক্ষরিত চিঠিতে সোনালী ব্যাংক প্রাতিষ্ঠানিক কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে আগামী দুই মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করতে নির্দেশ দেয়া হয়েছে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠায় সাংগঠনিক কার্যক্রম বেগবান করার লক্ষ্যে সকলের সহযোগিতা নিয়ে কমিটি কাজ করবে বলে প্রতিক্রিয়া ব্যক্ত করেন নতুন কমিটির সভাপতি আলাউদ্দিন তুষার।

Proudly Designed by: Softs Cloud