ঢাকা | অক্টোবর ৪, ২০২৪ - ২:০৪ পূর্বাহ্ন

চাটখিল ব্যাংকে গ্রাহক সেজে ডাকাতির চেষ্টায় জনতার হাতে আটক-১

  • আপডেট: Monday, December 11, 2023 - 5:03 am
  • পঠিত হয়েছে: 146 বার

আনিছ আহম্মদ হানিফ,চাটখিল উপজেলা প্রতিনিধি:

নোয়াখালীর চাটখিল উপজেলায় ব্যাংকে গ্রাহক সেজে প্রবেশ করে ক্যাশ থেকে টাকা নেওয়ার চেষ্টায় ডাকাত দলের একজনকে আটক করেছে স্থানীয় জনতা।

জানা যায়,১০ ডিসেম্বর রবিবার দুপুর ১টা ৩০মিনিটে উপজেলার রামনারায়নপুর ইউনিয়নের মল্লিকা দিঘীরপাড়া বাজার শাখার বাংলাদেশ কৃষি ব্যাংকে উপজেলার সাহাপুর ইউনিয়নের মোমিনপুর আব্দুল মন্নানের ছেলে আব্দুল মজিদ (৫০) গ্রাহক হিসেবে প্রবেশ করিয়া ক্যাশ থেকে টাকা নেওয়ার চেষ্টা করে। এতে ব্যাংকের নিরাপত্তা কর্মী শাহ আলম তাকে বাঁধা দিলে সে ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যাওয়ার সময় ব্যাংকের স্টাফ সহ স্থানীয় জনতা তাকে আটক করে পুলিশকে খবর দেয়।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে জানান,এ ঘটনায় স্থানীয় জনতা একজনকে আটক করে থানা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত আব্দুল মজিদকে থানায় নিয়ে আসে।উক্ত বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে