ঢাকা | এপ্রিল ১, ২০২৫ - ৮:২০ অপরাহ্ন

শিরোনাম

তানহা-হান্নানের ‘চুপি চুপি ভালোবাসা’

  • আপডেট: Wednesday, January 18, 2023 - 6:10 pm
  • পঠিত হয়েছে: 155 বার

বিনোদন ডেস্ক:
ঢাকাই চলচ্চিত্রের নতুন প্রজন্মের চিত্রনায়িকা তানহা মৌমাছি। ‘কি দারুণ দেখতে’ চলচ্চিত্রের মাধ্যমে রূপালি পর্দায় আত্মপ্রকাশ করেন তিনি। এরপর ‘যে গল্পে ভালোবাসা নেই’, ‘বউ বানাবো তোকে’ ও ‘অনেক দামে কেনা’ সিনেমায় কাজ করেছেন এই নায়িকা। নিয়মিত চলচ্চিত্রে কাজ করছেন তিনি।এরই ধারাবাহিকতায় তানহা নতুন বছরে প্রথম কাজ করলেন একটি মিউজিক ভিডিওতে। গানের শিরোনাম ‘চুপি চুপি ভালোবাসা’। রবিউল ইসলাম জীবনের কথায় গানটি দ্বৈতভাবে গেয়েছেন সময়ের দর্শকপ্রিয় কণ্ঠশিল্পী আতিয়া আনিসা ও অয়ন চাকলাদার।গানটিতে তানহার বিপরীতে মডেল হয়েছেন হান্নান শাহ। কোরিওগ্রাফি করেছেন মাইকেল বাবু। নির্মাণ করেছেন কে এ নিলয় খান। সম্প্রতি ঢাকার অদূরে অবস্থিত ফিল্মভ্যালিতে গানটির দৃশ্যধারণ শেষ হয়েছে।তানহা বলেন, গানের কথাগুলো চমৎকার। ভালো গান হলে সিনেমার পাশাপাশি প্রায়ই আমি মিউজিক ভিডিওতে কাজ করি। এই গানের কথাগুলো ভালো লেগেছে তাই কাজটি করেছি। রোমান্টিক কথামালায় গানটির দারুণ একটি ভিডিও নির্মিত হয়েছে। আশা করছি দর্শক-শ্রোতাদের আমার নতুন মিউজিক ভিডিওটি ভালো লাগবে।নির্মাতা নিলয় বলেন, তানহা ও হান্নান ভাইকে নিয়ে প্রথমবার কাজ করলাম। গানের কথার সঙ্গে তারা দারুণভাবে ভিডিও ফুটিয়ে তুলেছেন। এরই মধ্যে আতিয়া আনিসা ও অয়ন চাকলাদার কাজের মাধ্যমে তাদের প্রমাণ দিয়েছেন। আশা করছি গানটি সবাই পছন্দ করবেন। আসছে ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবস উপলক্ষে এইচ এস মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেলে গানটি মুক্তি পাবে।

Proudly Designed by: Softs Cloud