ঢাকা | জানুয়ারী ২, ২০২৫ - ১১:১৪ অপরাহ্ন

আবদুল ওদুদ চৌধুরী মন্জু’র মৃত্যুতে বিরোধী দলীয় নেতার শোক

  • আপডেট: Sunday, January 1, 2023 - 6:35 am
  • পঠিত হয়েছে: 127 বার

টাচ নিউজ ডেস্ক:

পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ আদর্শের একনিষ্ঠ সৈনিক,নোয়াখালী জেলা জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক, বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক আবদুল ওদুদ চৌধুরী মন্জু’র মৃত্যুতে জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ এমপি গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

আবদুল ওদুদ চৌধুরী মন্জু আজ (রোববার) ১লা জানুয়ারি রাত ১২ঃ ৩০ মিঃ এ রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় মৃত্যুবরণ করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬২ বছর।

শোক বার্তায় বিরোধী দলীয় নেতা বলেন, আবদুল ওদুদ চৌধুরী মন্জু’র মৃত্যুতে স্হানীয় রাজনৈতিক অঙ্গণে যে ক্ষতি হলো তা সহজে পূরণ হবার নয়। জীবদ্দশায় জনসেবা ও সমাজের উন্নয়নে তিনি অনন্য নজির স্থাপন করেছিলেন।

বিরোধী দলীয় নেতা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক-সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ছেলে-মেয়ে, আত্নীয়-স্বজন, রাজনৈতিক নেতা-কর্মীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।