ঢাকা | নভেম্বর ১৮, ২০২৫ - ৩:০৬ অপরাহ্ন

শিরোনাম

চাঁদপুর ফরিদগঞ্জ-৪ ও জাতীয় রাজনৈতিক সংকট নিয়ে এনডিপির জরুরি সংবাদ সম্মেলন”

  • আপডেট: Tuesday, November 18, 2025 - 9:05 am
  • পঠিত হয়েছে: 5 বার

টাচ নিউজ ডেস্ক: চাঁদপুর-ফরিদগঞ্জ ৪ আসনে বিএনপির দলীয় মনোনয়নকে কেন্দ্র করে সাম্প্রতিক সময় যে অস্থিতিশীল, উত্তপ্ত ও উদ্বেগজনক পরিস্থিতি সৃষ্টি হয়েছে—তা ফরিদগঞ্জসহ সারাদেশের গণতন্ত্রকামী মানুষের মনে গভীর আশঙ্কার জন্ম দিয়েছে।

আজ সকালে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে অনুষ্টিত হয়। ঊক্ত সংবাদ সম্নমেলনে এনডিপির ভাইস চেয়ারম্যান মো. শাহনেওয়াজ লিখিত বক্তব্যে বলেন, বঙ্গবন্ধু পরিষদের আজীবন সদস্যপ্রাপ্ত এবং আওয়ামী লীগের ডামি প্রার্থী হিসেবে অতীতে নির্বাচন করা লায়ন হারুনুর রশিদ বিভিন্ন ধূসর, ক্যাডার ও বাহিনীকে ব্যবহার করে ফরিদগঞ্জে উত্তেজনা সৃষ্টি, বিশৃঙ্খলা উসকে দেওয়া এবং জনগণের স্বাভাবিক জীবনযাত্রাকে ব্যাহত করছেন।

অপরদিকে বিএনপির অন্য মনোনয়নপ্রত্যাশী এম এ হান্নান—তার অনুসারী সমর্থকদের সঙ্গে নিয়ে ভাঙচুর, সড়ক অবরোধসহ এমন কিছু কার্যকলাপে লিপ্ত হয়েছেন যার ফলে ফরিদগঞ্জের জনজীবন অচল, ব্যবসা-বাণিজ্য ব্যাহত এবং সাধারণ মানুষের চলাচল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

এ ধরনের পরিস্থিতি ফরিদগঞ্জের শান্তি, ঐতিহ্য, রাজনৈতিক স্বচ্ছতা এবং সামাজিক স্থিতিশীলতার জন্য অত্যন্ত ক্ষতিকর।

ফরিদগঞ্জবাসী আজ বিভক্ত, আতঙ্কিত এবং রাজনৈতিক অস্থিরতায় জর্জরিত। এরকম সংকটময় পরিস্থিতিতে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি) মনে করে—
এখন ফরিদগঞ্জে উত্তপ্ত পরিস্থিতি স্বাভাবিক করতে হলে প্রয়োজন গ্রহণযোগ্য, পরিচ্ছন্ন ও জনগণভিত্তিক নেতৃত্ব।

এই প্রেক্ষাপটে এনডিপি স্পষ্টভাবে বলতে চায়—

ফরিদগঞ্জের শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে একমাত্র উপযুক্ত ব্যক্তি হলেন—সাবেক সফল উপজেলা চেয়ারম্যান, বিএনপির ত্যাগী নেতা, ১৭ বছর ধরে হামলা-মামলার শিকার হয়েও রাজপথে অটল থাকা জননেতা হাজী মোজাম্মেল।

তিনি একজন

পরিচ্ছন্ন ইমেজের রাজনীতিবিদ

কর্মী, নেতা ও সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য

দলের প্রতি নিবেদিত

পরীক্ষিত ও জনপ্রিয়

হাজী মোজাম্মেলকে মনোনয়ন দিলে:

✔ ফরিদগঞ্জের রাজনৈতিক উত্তেজনা দ্রুত প্রশমিত হবে
✔ বিভক্ত পরিবেশে ঐক্য ফিরবে
✔ সাধারণ মানুষের আস্থা ও সমর্থন ফিরে আসবে
✔ বিএনপি সংগঠিতভাবে শক্ত অবস্থান নিয়ে নির্বাচনে অংশ নিতে পারবে
✔ সর্বস্তরের মানুষ সাদরে গ্রহণ করবে

তাই ফরিদগঞ্জের রাজনৈতিক স্থিতিশীলতা, জনগণের শান্তি এবং একটি গ্রহণযোগ্য গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার স্বার্থে—

এনডিপির স্পষ্ট দাবি: ফরিদগঞ্জে বিএনপির দলীয় মনোনয়ন অবশ্যই হাজী মোজাম্মেলকে দিতে হবে।

ইতোমধ্যে, লায়ন হারু-উর রশি তার দলবল পাশাপাশি ছদ্মবেশী আওয়ামী লীগের দালালরা একত্রিত হয়ে অন্যান্যদের নানাভাবে হুমকিধামকি দিচ্ছে।
তারা ক্ষমতা আসার পর সবাইকে দেখে নেওয়ার হুমকি প্রধান করছে।

ইতর‌ অবস্থান, ক্যাডারবাহিনীর তাণ্ডব বা অযোগ্য প্রার্থীর চাপিয়ে দেওয়া মনোনয়ন ফরিদগঞ্জবাসী মেনে নেবে না।

ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি দৃঢ়ভাবে বিশ্বাস করে
এই সিদ্ধান্তই ফরিদগঞ্জকে অস্থিরতা থেকে স্থিতিশীলতার দিকে ফিরিয়ে আনার একমাত্র পথ।