ঢাকা | জানুয়ারী ৫, ২০২৫ - ৪:১৭ পূর্বাহ্ন

সচিবালয়ে অগ্নিকাণ্ড: তদন্ত প্রতিবেদন জমা একদিন পেছাল

  • আপডেট: Monday, December 30, 2024 - 1:12 pm
  • পঠিত হয়েছে: 11 বার

টাচ নিউজ: সচিবালয়ে আগুনের ঘটনায় গঠিত উচ্চ পর্যায়ের তদন্ত কমিটির প্রাথমিক তদন্ত প্রতিবেদন জমা দেয়ার সময় এক দিন পিছিয়েছে। সোমবার প্রতিবেদন জমা দেয়ার কথা থাকলেও তা মঙ্গলবার (৩১ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার কাছে জমা দেয়া হবে বলে জানিয়েছেন তদন্ত কমিটির প্রধান।

সোমবার (৩০ ডিসেম্বর) বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও তদন্ত কমিটির প্রধান নাসিমুল গনি এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘আগুনের ঘটনায় প্রাথমিক তদন্ত রিপোর্ট আজ নয়, আগামীকাল (মঙ্গলবার) জমা দেয়া হবে। এ ঘটনায় সংগ্রহ করা নমুনা বিদেশেও পরীক্ষার জন্য পাঠানো হবে।’

এর আগে, রোববার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে সংবাদ ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার জানিয়েছিলেন, প্রধান উপদেষ্টার কাছে তদন্ত প্রতিবেদন সোমবার জমা দেয়া হবে।

গত বুধবার মধ্যরাতে সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুনের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট গিয়ে বৃহস্পতিবার সকাল ৮টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ৭ নম্বর ভবনের চারটি ফ্লোর পুড়ে যায়। ওই ফ্লোরগুলোতে পাঁচটি মন্ত্রণালয় ও বিভাগের কার্যালয় আছে।