ঢাকা | জানুয়ারী ৫, ২০২৫ - ৪:১৮ পূর্বাহ্ন

ট্রেইনি চিকিৎসকদের ৩০ শতাংশ ভাতা বাড়ল

  • আপডেট: Monday, December 30, 2024 - 9:18 am
  • পঠিত হয়েছে: 12 বার

টাচ নিউজ: ট্রেইনি চিকিৎসকদের ভাতা ৩০ শতাংশ বাড়িয়ে ৩৫ হাজার টাকা করেছে সরকার। জুলাই মাস থেকে নতুন ভাতা কার্যকর হবে।

সোমবার সকালে অর্থ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

এরপর আন্দোলন স্থগিত করে মঙ্গলবার থেকে কাজে যোগ দেয়ার কথা জানিয়েছেন পোস্টগ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি চিকিৎসকরা।

স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের আওতাধীন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) অধিযুক্ত প্রতিষ্ঠানগুলোর বেসরকারি অবৈতনিক রেসিডেন্ট বা নন-রেসিডেন্টদের মাসিক পারিতোষিক ভাতা বাড়ানোর তথ্য জানানো হয় প্রজ্ঞাপনে।

আলাদা প্রজ্ঞাপনে একই নির্দেশনা বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসের (বিসিপিএস) এফসিপিএস প্রথম পর্ব পাস করা অবৈতনিক প্রশিক্ষণার্থীদের ক্ষেত্রেও কার্যকর হওয়ার কথা বলা হয়েছে।

বিএসএমএমইউ ও এর অধিযুক্ত প্রতিষ্ঠানগুলোর বেসরকারি অবৈতনিক রেসিডেন্ট/নন রেসিডেন্ট প্রশিক্ষণার্থীদের মাসিক পারিতোষিক ভাতার হার ২৫ হাজার টাকা থেকে ২০ শতাংশ বাড়িয়ে ৩০ হাজার টাকা নির্ধারণ করা হয় গত মঙ্গলবার।

এই প্রজ্ঞাপন গত ২৩ ডিসেম্বর থেকে কার্যকর হবে। আর ৩৫ হাজার টাকা ভাতা কার্যকর হবে আগামী ১ জুলাই থেকে।

ভাতা বাড়ানোর দাবিতে রোববার ঢাকার শাহবাগে সড়ক অবরোধ করেন বিএসএমএমইউ ও বিসিপিএসের অধিভুক্ত পোস্টগ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি চিকিৎসকেরা। এর আগেও তারা একই দাবিতে রাস্তায় নেমেছেন। এই চিকিৎসকেরা তাদের বেতন ৫০ হাজার টাকা করার দাবি তুলেছেন।