বেগম রোকেয়া নারী জাগরণের কিংবদন্তি : মির্জা ফখরুল
টাচ নিউজ: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বেগম রোকেয়া এদেশের নারী জাগরণের এক কিংবদন্তিতুল্য পথিকৃৎ।
বেগম রোকেয়ার জন্ম ও মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ সেমাবার এক বাণীতে মির্জা ফখরুল এ কথা বলেন।
তিনি বলেন, আমি তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই। তার রুহের মাগফিরাত কামনা করি।
মির্জা ফখরুল বলেন, তিনি নারী সমাজে শিক্ষার আলো পৌঁছে দিতে যে ভূমিকা পালন করেছেন, তা বৈপ্লবিক। তিনি তার দূরদর্শী দৃষ্টিভঙ্গিতে উপলব্ধি করেছিলেন যে নারীর ভাগ্যোন্নয়নে শিক্ষা ও স্বাবলম্বিতা গুরুত্বপূর্ণ।
বেগম রোকেয়ার জীবন ও তার আদর্শ বাস্তবায়নই এদেশের নারী সমাজকে আলোকিত ও আত্মনির্ভরশীল করতে প্রেরণা যোগাবে বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব।
বেগম রোকেয়ার প্রদর্শিত পথই আজকের নারী সমাজকে এগিয়ে যাওয়ার প্রেরণা জোগাবে উল্লেখ করে তিনি আজকের এই দিনে মহিয়সী নারী বেগম রোকেয়ার আদর্শে উজ্জীবিত হয়ে নারী সমাজকে দেশ ও জাতির কল্যাণে আত্মনিবেদিত হওয়ার জন্য সব নারীর প্রতি আহবান জানান।