ঢাকা | ডিসেম্বর ২২, ২০২৪ - ৯:০০ পূর্বাহ্ন

শিরোনাম

এয়ারপোর্টে বন্ধুকে নামিয়ে দিয়ে বাড়ি ফেরার পথে বাস-প্রাইভেটকার সংঘর্ষে তিন যুবক নিহত

  • আপডেট: Sunday, November 10, 2024 - 5:43 am
  • পঠিত হয়েছে: 37 বার

টাচ নিউজ: টাঙ্গাইলের মধুপুর থেকে বন্ধুকে এয়ারপোর্টে নামিয়ে দিয়ে বাড়ি ফেরার পথে গাজীপুরের কালিয়াকৈরে বাস-প্রাইভেটকার সংঘর্ষে তিন যুবক নিহত হয়েছেন।

শনিবার (৯ নভেম্বর) দিবাগত রাত ২টা ৪০মিনিটে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈরের শিলাবৃষ্টি ফিলিং স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, টাঙ্গাইল জেলার মধুপুর থানার আনজি গ্রামের মোসলেম উদ্দিন (৩০), নাসির (২৩) ও জুয়েল (৩২)।

রোববার (১০ নভেম্বর) সকালে নাওজোড় হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

এসআই মো. শহিদুল ইসলাম বলেন, বন্ধুকে এয়ারপোর্টে পৌঁছে দিয়ে বাড়ি ফিরে যাচ্ছিলেন তারা। পথিমধ্যে তাদের বহনকারী প্রাইভেটকারটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈরের এলাকার বোর্ডঘর শিলাবৃষ্টি ফিলিং স্টেশন এলাকায় পৌঁছে। এ সময় তাদের প্রাইভেটকারটি ইউটার্ন করে শিলাবৃষ্টি পাম্পে প্রবেশের সময় ঢাকাগামী আল বারাকা পরিবহন নামের একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে নাসির ঘটনাস্থলে, মোসলেম উদ্দিন কালিয়াকৈর স্বাস্থ্য কমপ্লেক্সে ও জুয়েল কুমুদিনী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

তিনি আরও বলেন, গুরুতর আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। দুর্ঘটনার শিকার প্রাইভেটকার ও বাসটি জব্দ করা হয়েছে। দুর্ঘটনার পর বাসটির চালক ও সহকারী পালিয়ে গেছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।