ঢাকা | অক্টোবর ১৮, ২০২৪ - ১০:২৮ পূর্বাহ্ন

দুই ঈদে ১১ ও দুর্গাপূজার ছুটি ২ দিন করার সিদ্ধান্ত

  • আপডেট: Thursday, October 17, 2024 - 12:08 pm
  • পঠিত হয়েছে: 6 বার

টাচ নিউজ: ঈদ ও দুর্গাপূজায় ছুটি বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে উপদেষ্টা পরিষদ। ঈদুল ফিতর পাঁচ দিন এবং ঈদুল আজহায় ছয় দিন করা হচ্ছে। এছাড়া হিন্দুদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজার ছুটি বাড়িয়ে দুই দিন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয় বলে জানা গেছে।

এর মধ্যে দুই ঈদে সাধারণ ছুটি এক দিন করে। আর ঈদের আগে, পরে মিলিয়ে বাকি দিনগুলো নির্বাহী আদেশে ছুটি থাকবে। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সাধারণ ছুটি বিজয়া দশমীর দিন। তার আগে নবমীর দিন নির্বাহী আদেশে ছুটি থাকবে।

বর্তমানে ঈদের ছুটি তিন দিন। তবে কোনো কোনো বছর নির্বাহী আদেশে তা বাড়ানো হয়েছিল। এছাড়া এ বছর দুর্গাপূজা উপলক্ষে বর্তমান সরকার নির্বাহী আদেশে ছুটি এক দিন বাড়িয়েছিল।

এ রকম পরিস্থিতিতে জনপ্রশাসন মন্ত্রণালয় ছুটির বাড়ানোর প্রস্তাব করে। এটি অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ।