ঢাকা | জানুয়ারী ৩, ২০২৫ - ১:৪১ পূর্বাহ্ন

মোদি ‘সবচেয়ে ভালো মানুষ’ : ট্রাম্প

  • আপডেট: Thursday, October 10, 2024 - 7:35 am
  • পঠিত হয়েছে: 71 বার

টাচ নিউজ: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘বন্ধু’ পরিচয় দিয়ে ‘সবচেয়ে ভালো মানুষদের একজন’ হিসেবে প্রশংসা করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।

ইন্ডিয়া টুডে ম্যাগাজিন জানিয়েছে, ফ্ল্যাগ্র্যান্ট পডকাস্টে কথোপকথনের সময় ট্রাম্প ভারতে মোদির নেতৃত্ব তুলে ধরে বিশ্ব নেতাদের সম্পর্কে তার ধারণা নিয়ে মন্তব্য করেন।

তিনি বলেন, ‘মোদি আমার বন্ধু এবং আমার দেখা সবচেয়ে চমৎকার মানুষদের একজন।’

ট্রাম্প আরো বলেন, মোদি প্রধানমন্ত্রী হওয়ার আগে ভারত বেশ অস্থিতিশীল ছিল। বাইরে থেকে তাকে পিতৃসুলভ মনে হলেও তিনি একজন শক্তিশালী ও দৃঢ়চেতা নেতা।