তিনি বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের ছোট ভাই।
সুনামগঞ্জ-২ আসন থেকে সাতবার এমপি নির্বাচিত হয়েছিলেন প্রয়াত রাজনীতিবিদ সুরঞ্জিত সেনগুপ্ত।
২০১৭ সালের ৫ ফেব্রুয়ারি সুরঞ্জিত মারা গেলে জয়া সেনগুপ্ত ওই বছরের ৩০ মার্চ অনুষ্ঠিত উপনির্বাচনে এমপি নির্বাচিত হন। এরপর ২০১৮ সালের নির্বাচনেও জয়া সেন দ্বিতীয়বার এমপি হন। এবারও দলীয় মনোয়ন চেয়েছিলেন তিনি।
জানা গেছে, দীর্ঘদিন ধরেই অসুস্থ জয়া সেনগুপ্ত। করোনার পর থেকেই তিনি এলাকায় অনুপস্থিত। ঢাকায়ই থাকেন,রাজনীতিতেও তেমন সক্রিয় নন।
এমপি পদে নির্বাচন করতে সম্প্রতি শাল্লা উপজেলা চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেছিলেন চৌধুরী আবদুল্লাহ আল মাহমুদ। সুরঞ্জিত সেনগুপ্তের হাত ধরেই রাজনীতিতে উত্থান তার।
শাল্লা উপজেলা পরিষদ নির্বাচনে দুবার চেয়ারম্যান নির্বাচিত হন আবদুল্লাহ আল মাহমুদ। তার বাবা প্রয়াত আব্দুল মান্নান চৌধুরীও ছিলেন শাল্লা আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন সভাপতি।