ঢাকা | এপ্রিল ২৬, ২০২৫ - ৯:৪৬ অপরাহ্ন

শিরোনাম

গান প্রযোজনায় পা রাখলেন তরুণ নির্মাতা কামরুল হাছান শাহরিয়ার

  • আপডেট: Saturday, April 26, 2025 - 1:42 pm
  • পঠিত হয়েছে: 8 বার

বিনোদন ডেস্ক: নাটক প্রযোজনা দিয়ে মিডিয়ায় পা রাখলেও এবার গান প্রযোজনায় নাম লিখলেন কামরুল হাছান শাহরিয়ার। ইতিমধ্যেই যাত্রা শুরু করেছে তার গান প্রযোজনা প্রতিষ্ঠান ‘রিটার্নস মিউজিক’। সম্প্রতি এই রিটার্নস মিউজিকের ব্যানারে নির্মিত হয়েছে নতুন তিনটি গানের মিউজিক ভিডিও। গান তিনটি গেয়েছেন এই সময়ের জনপ্রিয় সঙ্গীতশিল্পী সামিয়া চৌধুরী। গান গুলোর মধ্যে ‘আমার সাধের কবুতর’ ও ‘দারুণ সেয়ানা’ শিরোনামের গান দুটি লিখেছেন এবং সুর করেছেন যাযাবর পলাশ। ‘আমি ভুলিনাই তোমারে’ গানটির কথা ও সুরে তমিজ খান। গানগুলো সঙ্গীত পরিচালনা করেছেন রোজেন রহমান। যার মধ্যে ‘আমি ভুলিনাই তোমারে’ গানটি রিটার্স মিউজিকের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে।
গানগুলোকে বিশ্বজুড়ে ছড়িয়ে দিতে ডিজিটাল মিউজিক ডিস্ট্রিবিউশন পার্টনার হিসেবে রয়েছে গ্লোবাল মিউজিক ডিস্ট্রিবিউশন কোম্পানি ‘স্ট্রিমো ডিজিটাল’। সুতরাং, রিটার্নস মিউজিকের এই গানগুলো সহ যেকোনো গান ইউটিউব চ্যানেলের পাশাপাশি ফেসবুক, টিকটক, স্পটিফাই, ইন্সটাগ্রাম, এ্যামাজন মিউজিক, এ্যাপল মিউজিক, ডেজার সহ বিশ্বের সকল মিউজিক স্টোরে পাওয়া যাবে।
এ প্রসঙ্গে প্রযোজক কামরুল হাছান শাহরিয়ার জানালেন, আমি নাটকপাড়ায় মানুষ হলেও গান আমাকে প্রচন্ড টানে। সেই ভালোলাগা থেকেই এই গান প্রযোজনায় আসা। এখন থেকে নাটকের পাশাপাশি নিয়মিত গান নিয়ে কাজ করবো। সকল দর্শক শ্রোতাদের কাছে সাপোর্ট এবং দোয়া কামনা করছি।