ঢাকা | ফেব্রুয়ারী ২২, ২০২৫ - ৭:৪৬ পূর্বাহ্ন

বইমেলায় রাজু আহমেদের বই ‘সত্য সুন্দরের সন্ধানে’র মোড়ক উন্মোচন

  • আপডেট: Tuesday, February 18, 2025 - 2:04 pm
  • পঠিত হয়েছে: 5 বার

নিজস্ব প্রতিবেদক: আজ সন্ধ্যায় অমর একুশে বইমেলার মোড়ক উন্মোচন মঞ্চে সুদূর মার্কিন যুক্তরাষ্ট্র প্রবাসী লেখক ও গবেষক রাজু আহমেদ মোবারক রচিত মোটিভেশনাল বই ‘সত্য সুন্দরের সন্ধানে'(ভলিউম ৪)এর মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অন্তর্বর্তী সরকারের জাতীয় ঐক্যমত কমিশনের অন্যতম সদস্য ও ‘সুজন’ সম্পাদক, দেশবরেণ্য বুদ্ধিজীবী জনাব বদিউল আলম মজুমদার। বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক আলেয়া চৌধুরী, চলচ্চিত্র পরিচালক ও নির্মাতা এস বি বিপ্লব, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন প্রধানের একান্ত সচিব লেখক ও অনুবাদক নেসার আমিন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট স্বজয় চক্রবর্তী ও প্রখ্যাত কার্ডিয়াক সার্জন ডাক্তার সাবরিনা হুসেন মিষ্টি।
আমন্ত্রিত অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন আবৃত্তি শিল্পী মায়ারাজ, কবি ইকবাল হোসেন, কবি সুমাইয়া আক্তার তৃপ্তি, উদ্যোক্ত মোহাম্মদ লিটন ও সংবাদ কর্মী শেখ মোস্তাফিজ চিশতী । গ্রন্থটির সম্পাদনা ও অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক আজকালের বাংলাদেশ পত্রিকার প্রকাশক ও সম্পাদক শেখ মোহাম্মদ বদরুল আলম শাহ্। প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দের বক্তব্যে সমকালীন সামাজিক বাস্তবতার প্রেক্ষাপটে বইটির প্রাসঙ্গিকতা ও গুরুত্ব বারবার উচ্চারিত হয়। বিশেষত প্রধান অতিথি প্রখ্যাত রাষ্ট্রচিন্তক জনাব বদিউল আলম মজুমদার বলেন, “মানুষকে অমিত সম্ভাবনা ও অসাধারণ শক্তি দিয়ে সৃষ্টি করা হয়েছে, কিন্তু কখনো আত্মবিশ্বাসের অভাব ও পারিপার্শ্বিক নেতিবাচক পরিস্থিতির কারণে মানুষ আপন সত্তাকে বিকশিত করতে পারে না, এজন্যই মোটিভেশন ও মোটিভেশনাল বইয়ের গুরুত্ব অনস্বীকার্য ।
বিশেষ অতিথি ডাক্তার সাবরিনা হোসেন মিষ্টিও তার ব্যক্তি জীবনের অভিজ্ঞতার আলোকে নৈরাশ্য, মনস্তাত্ত্বিক সংকট ও পারিপার্শ্বিক প্রতিকূল পরিস্থিতির চ্যালেঞ্জ মোকাবিলা করে নবউদ্যমে অগ্রসর হওয়ার জন্য মোটিভেশনাল বই পাঠের গুরুত্ব উপস্থাপন করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কবি, চিন্তক ও গণমাধ্যম কর্মী শায়েখ শোয়েব। আত্মউন্নয়নমূলক এই বইটি পাওয়া যাচ্ছে একুশে বইমেলার অবনী প্রকাশনীর স্টলে।