পুনর্বহালের দাবিতে আবারও আন্দোলনে নেমেছে চাকরিচ্যুত পুলিশ সদস্যরা
টাচ নিউজ: চাকরিতে পুনর্বহালের দাবিতে আবারও আন্দোলনে নেমেছে চাকরিচ্যুত পুলিশ সদস্যরা। আওয়ামী লীগ সরকারের আমলে অবৈধভাবে চাকরিচ্যুত করা হয়েছে বলে অভিযোগ তাদের।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে সচিবালয়ের দিকে পদযাত্রা শুরু করেন।
এ সময় তাদেরকে গণি রোডে প্রবেশের মুখে পুলিশি ব্যারিকেডের সামনে পড়তে হয়। পুলিশ সামনে ঢুকতে না দেওয়ায় সেখানে রাস্তা অবরোধ করে রেখেছেন চাকরিচ্যুত পুলিশ সদস্যরা।
আন্দোলনে অংশ নেওয়া চাকরিচ্যুত এক পুলিশ সদস্য (এসআই পদমর্যাদা) বলেন, আমরা কোনো অন্যায় করিনি। সাবেক আইজিপি বেনজীর আহমেদ ও পুলিশের আলোচিত বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তার রোষানলে পরে অন্যায়ভাবে আমাদের চাকরি থেকে বাদ দেওয়া হয়েছে। এখনতো তারা নেই তাহলে আমাদের কেন চাকরি ফিরিয়ে দেওয়া হচ্ছে না।
আরেক চাকরিচ্যুত পুলিশ সদস্য বলেন, আমরা গত ছয় মাস ধরে চাকরি পুনর্বহালের আন্দোলন করে যাচ্ছি। আমরা আন্দোলনের শুরুর দিকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেছি এবং আমাদের দাবি-দাওয়া তুলে ধরি। পরে আমরা সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেনের সঙ্গে দেখা করি। তখন তিনি আমাদের কাগজপত্র দেখেন এবং আমাদের দাবি যৌক্তিক বলে চাকরি ফিরিয়ে দেওয়ার আশ্বাস দেন। তার আশ্বাসে আমরা তখন আন্দোলন স্থগিত করি। কিন্তু দীর্ঘ সময় পাড় হলেও আমাদের চাকরি ফিরে পাইনি। তাই আমরা আবার আন্দোলনে নেমেছি, চাকরি ফিরে না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব।
এর আগে গত ২৯ জানুয়ারি দিনব্যাপী আন্দোলনের পর নতুন কর্মসূচি ঘোষণা করেছেন তারা। এরপর বিকেল ৫টা ১৫ মিনিটে নতুন কর্মসূচি ঘোষণা করেন চাকরিচ্যুত সদস্যদের সংগঠন ‘ভিকটিম পুলিশ পরিবারে’র মুখপাত্র তৌহিদ হোসেন। এতে চাকরিচ্যুত পুলিশ সদস্যদের পরিবারের সদস্যদের যোগ দেওয়ার আহ্বান জানান তিনি।
উল্লেখ্য, আওয়ামী সরকারের শাসনামলে প্রায় ২ হাজার ২০০ পুলিশ সদস্য চাকরিচ্যুত হন। এর আগে গত বছরের ১৮ আগস্ট চাকরি ফিরে পেতে আন্দোলন করেন তারা। সে সময় চাকরিতে পুনর্বহাল করার আশ্বাস দেওয়া হয়েছিল বলে জানান আন্দোলনরত সাবেক পুলিশ সদস্যরা।











