ফ্যাসিবাদ সরকারের প্রকৌশলী কল্যাণ কুন্ড নিজের গা বাঁচতে মানিকগঞ্জে বদলী
বিশেষ প্রতিনিধি: উপ-বিভাগীয় প্রকৌশল কল্যান কুমার কুন্ড মিরপুর গণপূর্ত বিভাগের ঠিকাদারী কাজ করেন এ বিষয়ে অভিযোগ পাওয়া গেছে। শত কোটি টাকার মালিক বনে যাওয়া মিরপুর গণপূর্ত উপ-বিভাগ-১ এর উপ-বিভাগীয় প্রকৌশলী কল্যাণ কুমার কুন্ড নিজেই সিন্ডিকেট করে ঠিকাদারী প্রতিষ্ঠানকে একটি লাভের কমিশন দিয়ে নিজেই ঠিকাদার কাজ করার অভিযোগ পাওয়া গেছে।
কল্যাণ কুমার কুন্ড ফ্যাসিবাদ সরকারের সময় থেকে উপ-বিভাগীয় প্রকৌশলী হিসাবে ৭ বছর যাবৎ ঢাকায় থেকে কোটি কোটি টাকার মালিক হয়েছেন। ৫ আগষ্ট হাসিনা সরকার পতনের পর তিনি নিজের গা বাচাতে অত্যন্ত সুকৌশলে মানিকগঞ্জে বদলি হয়ে যান।
‘র’ এর সক্রিয় এজেন্ট ফ্যাসিবাদ সরকারের পতন হলেও কল্যাণ কুমার কুন্ড গণপূর্ত অধিদপ্তরে নিজেই ঠিকাদারী সেজে দুর্নীতি অনিয়ম করে শত শত কোটি টাকার মালিক বনে গেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সাধারণ ঠিকাদার কাজ করতে গেলে তাদের কাজ করতে দেয়া হয় না তিনি শতকরা ৬৫% টাকা নেন নিজেই ঠিকাদারী কাজ করেন। প্রত্যাশী সংস্থা সরকারি কর্মকর্তা ও কর্মচারী হওয়ায় কোর্য়ার্টার কাজ ঝামেলা হওয়ায় সাধারণ ঠিকাদারদের তালবাহানা দেখিয়ে ভয় প্রদর্শন করে নিজেই ঠিকাদারী করেন। কোর্য়ার্টার এলোটিগনদের জিম্মি করে তাই তিনি নামমাত্র কাজ করে ৩০% টাকা পকেটস্থ করেন এভাবে তিনি ফ্যাসিবাদ সরকারের সময় কোটি কোটি কামিয়েছেন। মিরপুর গণপূর্ত বিভাগের ২০ তলা সরকারি কোর্য়ার্টার ভবন নির্মান প্রকল্পের কাজের দায়িত্ব থাকার সুবাদে অত্যন্ত নিম্ন মানের কাজ করছেন ও যুবলীগ সাধারণ সম্পাদক ফ্যাসিবাদের অন্যতম দোসর মাইনুল হাসান নিখিলের সাথে তার গভীর সখ্যতা গড়ে তোলেন ফ্যাসিস্ট হাসিনা কে টিকিয়ে রাখার জন্য মাইনুল হাসান নিখিল কোটি কোটি অর্থয়ন করে ‘র’ এর এজেন্ট খ্যাত উপ-বিভাগীয় প্রকৌশলী কল্যান কুমার কুন্ড। গণপূর্ত অধিদপ্তরের ১৬ জন কর্মকর্তা কে ছাত্র ও জনতা গনহত্যা মামলায় আসামী করা হলেও সুকৌশলে কল্যাণ কুমার কুন্ড মোটা অংকের টাকা দিয়ে নাম বাদ দিয়েছেন বলে অভিযোগ পাওয়া যায়।
এর আগে তার বিরুদ্ধে নিউজের সত্যতা জানতে চাইলে কুল্যান কুন্ড ফ্যাসিস্ট হাসিনা সরকারেরে এক সাংবাদিক নেতার নাম দিয়ে নিউজ প্রকাশ না করতে বলেন।
এ সকল অভিযোগের বিষয়ে জানতে কল্যাণ কুমার কুন্ডের মুঠোফোনে ফোন দিলে তিনি ফোন রিসিভ করেননি।