ঢাকা | জানুয়ারী ১৫, ২০২৫ - ১০:০৫ অপরাহ্ন

শিরোনাম

ভারত এখনো হাসিনার পতন মেনে নিতে পারেনি : প্রিন্স

  • আপডেট: Wednesday, December 11, 2024 - 12:19 pm
  • পঠিত হয়েছে: 41 বার

টাচ নিউজ: বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পতনকে ভারত এখনো মেনে নিতে পারেনি। তাই তারা নানানভাবে ষড়যন্ত্র করছে। বাস্তবে বাংলাদেশের হিন্দুদের জন্য ভারতের কোনো দরদ নেই; তাদের দরদ শেখ হাসিনার জন্য, আওয়ামী লীগের জন্য।

বুধবার (১১ ডিসেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক সমাবেশে এসব কথা বলেন তিনি। ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন’ এর উদ্যোগে এই সমাবেশ হয়।

এমরান সালেহ প্রিন্স বলেন, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে স্বৈরাচার হাসিনা ও আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য বৈঠক হয়। ভারতকে আমরা একটা কথা বলতে চাই, দেশের (বাংলাদেশের) এই পরিবর্তন মেনে নিন। বিপ্লবের মাধ্যমে দেশে গণতান্ত্রিক চর্চার যে নতুন পথ শুরু হয়েছে, তাকে আপনারা সমর্থন করুন।

তিনি বলেন, ভারত বলছে বাংলাদেশে নাকি হিন্দু সম্প্রদায়ের লোকদের দমন-পীড়ন করা হচ্ছে, যা বানোয়াট ও ভিত্তিহীন। তাই যদি হতো, তাহলে দেশে শান্তিপূর্ণভাবে উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হতে পারতো না। দেশে হিন্দুরা অনেক ভালো আছেন। গত কয়েকদিন আগে বিবিসির চালানো জরিপেই সেটা উঠে এসেছে।

প্রিন্স বলেন, এ দেশে ভারতীয় আধিপত্যবাদ আর চলবে না। আমরা স্বাধীনতা এনেছি মাথা উঁচু করে বাঁচার জন্য, তাকে বিপন্ন হতে দেব না। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রশ্নে আমরা কোনো ছাড় দেব না। এ ব্যাপারে দেশের জনগণ ঐক্যবদ্ধ। আমরা ঐক্যবদ্ধ থেকে ভারতীয় আগ্রাসন রুখে দিব।

সংগঠনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে এবং বাংলাদেশ বেকার মুক্তি পরিষদের সভাপতি আতিকুর রহমান রাজার পরিচালনায় এতে আরও বক্তব্য রাখেন ১২ দলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা ও বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান লায়ন মো. ফারুক রহমান, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি রাশেদ প্রধান প্রমুখ।