ঢাকা | মার্চ ২৬, ২০২৫ - ১০:৪১ অপরাহ্ন

শিরোনাম

পরমাণু অস্ত্র তৈরির খুবই কাছাকাছি রয়েছে ইরান

  • আপডেট: Saturday, December 7, 2024 - 9:31 am
  • পঠিত হয়েছে: 91 বার

টাচ নিউজ: পারমাণবিক বোমা তৈরির খুবই কাছাকাছি রয়েছে ইরান। সম্প্রতি আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)-এর একটি প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইরান নাটকীয়ভাবে তার ইউরেনিয়াম মজুতকে সমৃদ্ধ করেছে। ইতোমধ্যে তারা ৬০ শতাংশ বিশুদ্ধ ইউরেনিয়াম মজুত করেছে। যেটা পারমাণবিক বোমা তৈরিতে যতটুকু ইউরেনিয়াম দরকার, তার প্রায় ৯০ শতাংশের সমান। আইএইএ-এর পরিচালক রাফায়েল গ্রসি শুক্রবার বার্তা সংস্থা রয়টার্সকে এই তথ্য জানিয়েছেন।

আইএইএ এক গোপন প্রতিবেদনে তার সদস্য রাষ্ট্রগুলোকে সতর্ক করেছে যে ইরান খুবই দ্রুত গতিতে তার ইউরেনিয়াম মজুত বৃদ্ধি করছে। তারা সেটা এমনভাবে পরিশোধন করছে, যেন তা বেসামরিক পারমাণবিক শক্তি অথবা পারমাণবিক অস্ত্রতে জ্বালানি হিসেবে ব্যবহৃত হতে পারে।

মিডল ইস্ট মনিটর জানিয়েছে, আইএইএ-এর এই প্রতিবেদন পশ্চিমা দেশগুলোকে আরো গভীরভাবে উদ্বিগ্ন করবে। কারণ, তারা আগে থেকেই বলে আসছে যে বেসামরিক কোনো কর্মসূচির অধীনে এত বেশি পরিমাণ ইউরেনিয়াম মজুতের যৌক্তিকতা নেই। এছাড়া পারমাণবিক বোমা বানানো ছাড়া এতো অধিক পরিমাণ ইউরেনিয়াম মজুদের দরকারও নেই।

আইএইএ জানিয়েছে, ইরান ইতোমধ্যে ৬০ শতাংশ ইউরেনিয়াম মজুত করেছে। সেখান থেকে তারা যদি আরেকটু পরিমাণ বৃদ্ধি করে, তাহলে এর মাধ্যমে অন্তত চারটি পারমাণবিক বোমা তৈরি করতে পারব।

তবে এই প্রতিবেদন প্রকাশের পর পারমাণবিক বোমা তৈরির প্রক্রিয়াকে অস্বীকার করেছে ইরান।

Proudly Designed by: Softs Cloud