ঢাকা | জানুয়ারী ১৩, ২০২৫ - ৮:২৯ অপরাহ্ন

শিরোনাম

চট্টগ্রাম ইপিজেডে কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

  • আপডেট: Saturday, December 7, 2024 - 1:47 pm
  • পঠিত হয়েছে: 39 বার

টাচ নিউজহ: চট্টগ্রামের রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ইপিজেড) ছয়তলা একটি ভবনের চতুর্থতলায় থাকা ইউনিটি অ্যাক্সেসরিজ নামে একটি কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করছে।

শনিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে ইপিজেড-এর বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) গেটের পাশের ওই কারখানায় আগুনের সূত্রপাত হয়।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ভারপ্রাপ্ত কর্মকর্তা কফিল উদ্দিন বলেন, ‘খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।’

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ সম্পর্কে জানাতে পারেনি ফায়ার সার্ভিস।