ঢাকা | জানুয়ারী ১৩, ২০২৫ - ৮:২৯ অপরাহ্ন

শিরোনাম

কুয়াশায় ঢাকা সড়ক-মহাসড়ক, হেড লাইট জ্বালিয়ে চলছে গাড়ি

  • আপডেট: Saturday, December 7, 2024 - 7:38 am
  • পঠিত হয়েছে: 43 বার

টাচ নিউজ: ঘন কুয়াশায় ঢাকা পড়েছে পঞ্চগড়। সড়কগুলোতে হেড লাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। জেলায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। প্রচণ্ড শীতে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণ করছে স্থানীয়রা।

জেলার প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগার তেঁতুলিয়া অফিস জানায়, আজ শনিবার ভোর ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। গতকাল দিনের তাপমাত্রাও নেমে আসে ২৩ দশমিক ৬ ডিগ্রিতে।

প্রথম শ্রেণির তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ জানান, গতকাল থেকে কুয়াশার আবরণে ঢাকা পড়েছে উত্তরের এ জেলা। আজ কুয়াশা বেশি পড়েছে। তবে তাপমাত্রা ১২ ডিগ্রির মধ্যেই রেকর্ড হচ্ছে। সকাল ৯টায় তাপমাত্রা ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে। গতকাল সকাল ৯টায় ১২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল।

শীতের কারণে বেড়েছে বিভিন্ন রোগব্যাধি। পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল ও অন্যান্য স্বাস্থ্যকেন্দ্রগুলোতে শীতজনিত রোগীদের ভিড় বাড়ছে। শিশু ও বয়স্করা সর্দি, কাশি, নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন।