হেফাজতে ইসলামের নেতাকর্মীদের মামলা প্রত্যাহার করা হবে : ধর্ম উপদেষ্টা
টাচ নিউজ: হেফাজতে ইসলামের নেতাকর্মীদের বিরুদ্ধে যত মিথ্যা মামলা হয়েছে তার কিছু তালিকা সরকারের কাছে জমা রয়েছে। যতদ্রুত সম্ভব আমরা এসব মামলা প্রত্যাহার করে নেব বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা হযরত মাওলানা ড. আ ফ ম খালিদ হোসেন।
রোববার (১ ডিসেম্বর) দুপুরে সাভারের বিরুলিয়া ইউনিয়নের কমলাপুরে জামিয়া কাসিমিয়া আশরাফুল উলূম ঢাকার সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ধর্ম উপদেষ্টা বলেন, ‘যারা ওলামাদের জেলে নির্যাতন করেছেন, তাদের অনেকে বিদেশে পালিয়েছেন। আবার তাদের অনেকে দেশের ভেতর রয়েছেন। আমরা তদন্ত করে এ সমস্ত অপরাধীদের ধরে আইনের আওতায় এনে শাস্তি প্রদান করবো। এদেশে যারা অপরাধ করবে তারা আইনের হাত থেকে বাঁচতে পারবে না।’
এ সময় উপদেষ্টা নির্বাচনের ব্যাপারে মন্তব্য করতে গিয়ে বলেন, ‘অন্তর্বর্তী সরকারের হাতে সময় কম। আমরা নির্বাচন কমিশন গঠন করেছি, অন্যান্য কমিশনার নিয়োগ হয়েছে। ভোটার হালনাগাদ হবে। ইতোমধ্যে নির্বাচন কমিশন কাজ শুরু করেছে। কাজ শেষ হলে, সবুজ সংকেত দিলে প্রধান উপদেষ্টা নির্বাচনের তারিখ ঘোষণা দেবেন। পরবর্তীতে জনগণ যাকেই নির্বাচিত করবেন, আমরা তাদের হাতে ক্ষমতা হস্তান্তর করবো।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খতীবে বাঙ্গাল মাওলানা জুনায়েদ আল হাবিব। আর বিশেষ অতিথি ছিলেন আওলাদে রাসূল স: আল্লামা হাসান আসজাদ মাদানী।
এ সময় আরো উপস্থিত ছিলেন ঢাকার সাভারের জামিয়া খাতামুন্নাবিয়্যীন মাদরাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মাওলানা আশিকুর রহমান কাসেমী।