ঢাকা | ডিসেম্বর ২৪, ২০২৪ - ৯:৪১ পূর্বাহ্ন

শিরোনাম

রাজধানীর ফার্মগেটে মার্কেন্টাইল ব্যাংকে আগুন

  • আপডেট: Saturday, November 23, 2024 - 9:16 am
  • পঠিত হয়েছে: 23 বার

টাচ নিউজ: রাজধানীর ফার্মগেট মানসী প্লাজার একটি ভবনে মার্কেন্টাইল ব্যাংকের বেজমেন্টে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

আজ শনিবার দুপুর ২টার দিকে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সকাল ৯টা ২০ মিনিটে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়। তারা এখনো আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। ভবনটির ভেতরে প্রচুর ধোঁয়া থাকায় অগ্নিনির্বাপণ বিলম্বিত হচ্ছে।

লিমা খানম বলেন, ভবনটির বেজমেন্টে মার্কেন্টাইল ব্যাংকের প্রচুর নথিপত্র রয়েছে। আগুনে এসব নথিপত্র পুড়ছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া এখন পর্যন্ত আগুনে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।