ঢাকা | ডিসেম্বর ২২, ২০২৪ - ৮:২৬ পূর্বাহ্ন

শিরোনাম

নিরাপদ ও বৈষম্যহীন সমাজ ব্যবস্থায় এ মুহূর্তে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে : হাসান আরিফ

  • আপডেট: Tuesday, November 19, 2024 - 5:36 am
  • পঠিত হয়েছে: 21 বার

টাচ নিউজ: অন্তর্বর্তী সরকারের বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এএফ হাসান আরিফ বলেছেন, রাষ্ট্র সংস্কার রাতারাতি সম্ভব না, এটি একটি চলমান প্রক্রিয়া। অন্তর্বর্তী সরকার সে প্রক্রিয়া অনুযায়ী কাজ করছে। এ মুহূর্তে সব থেকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে নিরাপদ ও বৈষম্যহীন সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য।

সোমবার (১৮ নভেম্বর) বিকেলে যশোরে জেলা প্রশাসকের কার্যালয়ে সরকারি কর্মকর্তা, সুধী সমাজ, ছাত্র নেতা ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি।

এ এফ হাসান আরিফ বলেন, অন্তর্বর্তী সরকারের কাছে সাধারণ মানুষের প্রত্যাশা অনেক বেশি। সবাই চায় দ্রুত রাষ্ট্রের সংস্কার হোক। কিন্তু এটি বাজারে কিনতে পাওয়া যায় না। রাষ্ট্র সংস্কার একটি চলমান প্রক্রিয়া, এটি একদিনে সম্ভব না। অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংস্কারের বিষয়ে সংলাপ চালিয়ে যাচ্ছে। বেশ কিছু বিষয়ে অগ্রগতিও হয়েছে। দ্রুতই সাধারণ মানুষের কাছে সেগুলো দৃশ্যমান হবে।

এ ছাড়া যশোরে পর্যটন খাতে উন্নতি, দুর্নীতিমুক্ত ভূমি অফিস ও পরিত্যক্ত জাবের ইন্টারন্যাশনাল হোটেলকে বিশেষায়িত হাসপাতালে রূপান্তরের আহ্বান প্রসঙ্গে তিনি বলেন, ইতিহাস ঐতিহ্যে ঘেরা যশোর পর্যটন খাতেও ব্যাপক ভূমিকা রাখতে পারে- বিষয়টি বাস্তবায়নের জন্য উদ্যোগ নেওয়া হবে। যশোরসহ সারা দেশের ভূমি অফিসে দুর্নীতি বন্ধে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে পরিত্যক্ত জাবের ইন্টারন্যাশনাল হোটেলকে হার্ট ফাউন্ডেশন বা ক্যান্সার নিরাময় কেন্দ্র হিসেবে রূপান্তরের বিষয়টিও সংশ্লিষ্ট দপ্তরে গুরুত্বের সঙ্গে জানানোর আশ্বাস দেন তিনি।

মতবিনিময় সভা শুরুর আগে জুলাই অভ্যুত্থানে সব শহীদের রুহের মাগফিরাত কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়। এর আগে সকালে বেনাপোলে বৈষম্যবিরোধী আন্দোলনে আহত হয়ে সম্প্রতি মারা যাওয়া আব্দুল্লাহর কবর জিয়ারত করেছেন উপদেষ্টা এএফ হাসান আরিফ। এ সময় তিনি শহীদ আব্দুল্লাহর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক আজাহারুল ইসলাম, পুলিশ সুপার জিয়াউদ্দীন আহম্মেদ ও শার্শা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী নাজিব হাসান।