ঢাকা | জানুয়ারী ২২, ২০২৫ - ৭:০৯ অপরাহ্ন

শিরোনাম

টাঙ্গাইলে বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষের নিহত ৪

  • আপডেট: Tuesday, November 19, 2024 - 5:44 am
  • পঠিত হয়েছে: 31 বার

টাচ নিউজ: টাঙ্গাইলে বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছেন চারজন এবং আহত হয়েছেন বেশ কয়েকজন।

মঙ্গলবার (১৯ নভেম্বর) সকালে টাঙ্গাইলের মধুপুরের মালাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

মধুপুর থানার ওসি (তদন্ত) রাসেল আহমেদ কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেন।

নিহতরা হলেন, জামালপুরের ইসলামপুরের গোয়ালোচর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের আক্তার আলীর ছেলে রফিজল (২৮), শাহাদৎ আলী সাধুর ছেলে বরুল্লাহ (৫০), পিকআপ চালক একই এলাকার মোহনগিরি গ্রামের সুজন ও হেলপার অজ্ঞাত (২৭)।

স্থানীয়রা জানান, জামালপুর রোডের ধনবাড়ী থেকে বিনিময় সার্ভিসের একটি ঢাকাগামী বাস ঘটনাস্থলে আসলে ঢাকা থেকে জামালপুরগামী পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে পিকআপের চালক সুজন ও তার সহকারীর মৃত্যু হয়। পিকআপের দুই যাত্রীকে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে মধুপুর উপজেরা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

মধুপুর থানার ওসি (তদন্ত) রাসেল আহমেদ কালবেলাকে জানান, লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানোসহ সকল আইনী প্রক্রিয়া চলমান।