ঢাকা | জানুয়ারী ২২, ২০২৫ - ৮:৪৯ অপরাহ্ন

শিরোনাম

দুই উপদেষ্টার অপসারণসহ ১২ দাবি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের

  • আপডেট: Thursday, November 14, 2024 - 10:08 am
  • পঠিত হয়েছে: 38 বার

:টাচ নিউজ সদ্য নিয়োগপ্রাপ্ত দুই উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী ও সেখ বশিরকে অপসারণসহ রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করার দাবি জানিয়েছেন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা। এ সময় তারা মোট ১২ দফা দাবি জানিয়েছেন।

বুধবার (১৩ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে ‘বাংলাদেশের ২.০- এর সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের অবস্থান’ শিরোনামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানান তারা।

সংবাদ সম্মেলনের শুরুতে তারা বলেন যে পাবলিক, মাদরাসা ও অন্যদের পাশাপাশি প্রাইভেটের অবদান কোনো অংশে কম নয়। সেজন্য এসব দাবি উত্থাপন করেছেন তারা।

তারা আরো বলেন, সার্বিক বিষয়ে সিদ্ধান্ত গ্রহণে ছাত্রদের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করার কথা ছিল অন্তর্বর্তী সরকার ও উপদেষ্টাদের। কিন্তু সেটি করতে তারা ব্যর্থতার পরিচয় দিয়েছে। সেজন্য আগামীতে দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে ছাত্রদের উপস্থিতি নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।

ছাত্ররা বলেন, ছাত্র-জনতার অংশীদারত্ববিহীন সিদ্ধান্তে উপদেষ্টা পরিষদে ফ্যাসিবাদের দোসর মোস্তফা সরয়ার ফারুকী ও সেখ বশিরকে স্থান দেয়া হয়েছে। জুলাই বিপ্লবের স্পিরিটকে ধারণ করে না, এমন ব্যক্তিদের উপদেষ্টা পরিষদ থেকে অপসারণ করতে হবে। আগামী দিনে এমন কোনো ব্যক্তিকে নিয়োগ দেয়া যাবে না।

শিক্ষার্থীরা বলেন, উপদেষ্টা পরিষদে কারা যাবে তার একটা কমিটি থাকতে হবে। এতে রাজনৈতিক দল, প্রতিটি প্রাইভেট-পাবলিক বিশ্ববিদ্যালয় ও মাদরাসা ছাত্ররা অন্তর্ভুক্ত হবে। গণহত্যার বিচার নিশ্চিত করতে হবে। সেই কার্যক্রম পরিচালনায় ছাত্রদের অন্তর্ভুক্তি করে তদন্ত কমিটি করতে হবে। সংবিধান পুনর্লিখন ও সংস্কার করতে হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশের শিক্ষার্থী হৃদয়, ইউরোপিয়ান ইউনিভার্সিটির শিক্ষার্থী জাকের হোসেন মনজুর, গ্রিন ইউনিভার্সিটির শিক্ষার্থী জানে আলম এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির শিক্ষার্থী হাসনাতসহ আরো অনেকে।