ঢাকা | নভেম্বর ১৪, ২০২৪ - ৭:১৭ অপরাহ্ন

শিরোনাম

গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ প্রত্যাহার

  • আপডেট: Wednesday, November 13, 2024 - 5:55 am
  • পঠিত হয়েছে: 11 বার

টাচ নিউজ: গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ প্রত্যাহার করেছেন পোশাক কারখানার শ্রমিকরা।

বুধবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় গাজীপুর সিটি করপোরেশনের গাজীপুরা এলাকার টেক্স নামক পোশাক কারখানার শ্রমিকরা এ অবরোধ প্রত্যাহার করেন।

গাজীপুর শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার মোশাররফ হোসেন বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গাজীপুর সিটি করপোরেশনের গাজীপুরা এলাকায় টেক্স নামক পোশাক কারখানার শ্রমিকরা গত অক্টোবরের বেতনের দাবিতে কারখানার সামনে বিক্ষোভ করেন। একপর্যায়ে তারা মিছিল নিয়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। এতে ওই সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। অবরোধের ফলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। পরে গাজীপুর মহানগর পুলিশ, শিল্প পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বেতন পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকরা মহাসড়ক থেকে সরে যায়। ২ ঘণ্টা পর ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল শুরু হয়।

গাজীপুর শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার মোশাররফ হোসেন কালবেলাকে জানান, অক্টোবর মাসের বেতনের দাবিতে শ্রমিকরা ঢাকা মহাসড়ক অবরোধ করে রাখে। শ্রমিকদের বুঝিয়ে দীর্ঘ ২ ঘণ্টা পর মহাসড়ক থেকে সরিয়ে দেওয়ার পর সকাল সাড়ে ১০টার দিকে সড়ক পরিস্থিতি স্বাভাবিক হয়।