ঢাকা | নভেম্বর ১৪, ২০২৪ - ৬:৫৬ অপরাহ্ন

শিরোনাম

কালাম, মজিরের ইন্দনে লাকসাম বিএনপির সভাপতি বাদলের উপর হামলার অভিযোগ

  • আপডেট: Wednesday, November 13, 2024 - 5:44 pm
  • পঠিত হয়েছে: 7 বার

বিশেষ প্রতিবেদক: কুমিল্লার লাকসামে পৌরসভা যুবদল প্রতিবাদ বিক্ষোভ মিছিল থেকে পরিকল্পিতভাবে হামলা করা হয় বিএনপির উপজেলা আহবায়ক আবদুর রহমান বাদলের উপর। লাকসাম বণিক সমিতির আহ্বায়ক আলহাজ্ব মজির আহমেদের রাইস মিলে অবস্থানরত লাকসাম বিএনপির আহবায়ক আবদুর রহমান বাদলের উপর মজির আহমেদের সামনেই কেন্দ্রীয় বিএনপির শিল্প বিষয়ক স্মাদাদক আবুল কালামের অনুসারীরা এই হামলা করে। হামলায় আবদুর রহমান বাদল মাথা ও চোখে গুরুতর আঘাত পায়। আহত অবস্থায় লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নেন। বর্তমানে তিনি ঢাকায় একটি হসপিটালে চিকিৎসা নিচ্ছেন।

গত ১১ নভেম্বর (সোমবার) বিকালে এই ঘটনা ঘটে। বিষয়টি ১২ নভেম্বর মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় আসে। যা বিএনপির নেতাকর্মীদের মাঝে ক্ষোভের জন্ম দেয়।
এই ঘটনায় লাকসাম মনোহরগন্জে বিএনপির সাধারণ নেতা কর্মীরা হতাশা প্রকাশ করেন। লাকসাম মনোহরগন্জে বিএনপিকে গ্রুপিং করার জন্য দায়ীদের বিচার দাবি করেন সাধারণ নেতা কর্মীরা। তারা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ কেন্দ্রীয় বিএনপির দৃষ্টি আকর্ষণ করেন। সেই সাথে তদন্ত সাপেক্ষে দোষীদের বহিষ্কার করে লাকসাম মনোহরগন্জে বিএনপিকে বাঁচানোর আহবান জানান।

উল্লেখ্য কেন্দ্রীয় বিএনপি নেতা আবুল কালামের ডান হাত হিসাবে পরিচিত মোশাররফ হোসেন মশু ও সফিউল্ল্যাহ লাকসাম জুড়ে চাঁদাবাজির রাজত্ব কায়েম করছে। তাদের চাঁদাবাজির প্রতিবাদ করায় বাদলের উপর এই ন্যাক্কারজনক হামালা চালানো হয় বলে বিএনপির নেতাকর্মীদের অভিযোগ। যার নেপথ্যে কালাম ও মজিরের ইন্দন রয়েছে বলে তারা দাবী করেন।