ঢাকা | জানুয়ারী ২২, ২০২৫ - ৪:৫৪ অপরাহ্ন

শিরোনাম

অভিনন্দন জানিয়ে ট্রাম্পকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানালেন

  • আপডেট: Thursday, November 7, 2024 - 6:07 am
  • পঠিত হয়েছে: 67 বার

টাচ নিউজ: নির্বাচনে জয়ের পর ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানাতে ফোন করেছেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট বাইডেন। তিনি ট্রাম্পকে অভিনন্দন জানান এবং হোয়াইট হাউসে আমন্ত্রণ জানান।

বুধবার (৬ নভেম্বর) হোয়াইট হাউসের এক সংবাদ বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, প্রেসিডেন্ট জো বাইডেন সদ্য নির্বাচিত ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন। তাকে তার জয়ের জন্য অভিনন্দন এবং হোয়াইট হাউসে দেখা করার জন্য আমন্ত্রণ জানিয়েছেন।

এরপরই সাক্ষাতের দিনক্ষণ এবং আপ্যায়নে প্রস্তুতি শুরু করেছে হোয়াইট হাউস প্রশাসন। তারা জানিয়েছে, খুব শিগগির দুই নেতার দেখা হতে যাচ্ছে। তারিখ নির্ধারণের পর তা সাংবাদিকদের জানানো হবে।
ডোনাল্ড ট্রাম্পকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানালেন বাইডেন

বিবৃতিতে আরও বলা হয়েছে, প্রেসিডেন্ট বাইডেন মসৃণ পথে ক্ষমতা হস্তান্তর নিশ্চিত করার জন্য তার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। এ ছাড়া ঐক্যবদ্ধ হয়ে দেশের জন্য কাজ করার ওপর জোর দিয়েছেন।

হোয়াইট হাউস জানিয়েছে, বাইডেন বৃহস্পতিবার নির্বাচন পরবর্তী পরিস্থিতি এবং ফলাফল নিয়ে ভাষণ দেবেন। সেখানে তিনি গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলতে পারেন।

জুন মাসে ট্রাম্প ও বাইডেন নির্বাচনী বিতর্কে অংশ নেন। ওই বিতর্কে বাজে পারফরম্যান্সের পর বাইডেনের সমালোচনামুখর হয় সারা দেশ। শেষমেশ তাকে নির্বাচনের মাঠ থেকে সরে যেতে হয়। এরপর ট্রাম্প ও বাইডেনের আর দেখা হয়নি।