ঢাকা | ডিসেম্বর ২৬, ২০২৪ - ৮:১২ অপরাহ্ন

শিরোনাম

সাতক্ষীরায় ট্রাকচাপায় মোটরসাইকেলআরোহী নিহত ৩

  • আপডেট: Thursday, November 7, 2024 - 5:35 am
  • পঠিত হয়েছে: 33 বার

টাচ নিউজ: সাতক্ষীরায় ট্রাকচাপায় তিন মোটরসাইকেলআরোহী নিহত হয়েছে।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) ভোরে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের বিনেরপোতা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন যশোরের ঝিকরগাছার আকবর আলী গাজীর ছেলে আরিজুল গাজী (২৮), সাতক্ষীরার তালার শামসুর কবিরের ছেলে আসাদুল ইসলাম ফকির (৫৫) ও একই উপজেলার সুজনশাহা গ্রামের আব্দুল আজিজের ছেলে আব্দুস সেলিম (৩৫)।

জানা গেছে, চুকনগর থেকে সাতক্ষীরাগামী একটি ট্রাক পাটকেলঘাটাগামী একটি মোটরসাইকেলের তিন আরোহীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে দু’জনের মৃত্যু হয়। আহত অপর ব্যক্তিকে ফায়ার সার্ভিসের কর্মীরা হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্মরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শামিমুল ইসলাম বলেন, ‘আমরা ঘটনাস্থলে রয়েছি। লাশ উদ্ধারের কাজ চলছে।’