ঢাকা | ডিসেম্বর ৪, ২০২৪ - ১:৩৮ পূর্বাহ্ন

গাজীপুরের কাশিমপুরে ২ যুবকের লাশ উদ্ধার

  • আপডেট: Wednesday, November 6, 2024 - 7:10 am
  • পঠিত হয়েছে: 26 বার

টাচ নিউজ: গাজীপুরের কাশিমপুরে একটি চারতলা ভবনের ফ্ল্যাট থেকে দুই যুবকের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে লাশ দু’টি উদ্ধার করা হয়।

এ ঘটনায় সন্দেহভাজন মাহাবুব, শান্ত, জাহিদ ও বকুল নামের চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কাশিমপুর থানার অফিসার ইনচার্জ মো: সাইফুল ইসলাম।

নিহতরা হলেন সাতক্ষীরা জেলার দেবহাটা থানার চাঁদপুর গ্রামের মৃত রবিউল ইসলামের ছেলে মো: রাসেল হোসেন (২৩) এবং ভোলা জেলার সদর থানার চরভেদুরা গ্রামের জাফর আলীর ছেলে সুফিয়ান (২৪)। থেকে একটি কারখানার গোডাউনে প্যাকেজিংয়ের কাজ করতেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, দুই যুবক স্থানীয় রেজাউল করিমের বাসায় ভাড়া থেকে দীর্ঘদিন ধরে একটি কারখানার গোডাউনে প্যাকেজিংয়ের কাজ করতো। মঙ্গলবার ওই কারখানার মালিক কেয়ারটেকার বকুলকে ফোন করে বলে রাসেল ও সুফিয়ান সারাদিন কারখানায় আসে নাই। তখন কেয়ারটেকার বকুল রাত আনুমানিক ১১টার দিকে বাসায় এসে দেখে চারতলায় রুমের ভিতর তাদের গলা কাটা লাশ পড়ে আছে। পরে কাশিমপুর থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

গাজীপুর মেট্রোপলিটন কাশিমপুর থানার অফিসার ইনচার্জ মো: সাইফুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।