ঢাকা | ডিসেম্বর ২৭, ২০২৪ - ৬:২৬ পূর্বাহ্ন

শিরোনাম

ট্রাম্প যে অভিযোগ করেছেন তা যৌক্তিক নয় বলে জানিয়েছেন: ধর্ম উপদেষ্টা

  • আপডেট: Sunday, November 3, 2024 - 8:25 am
  • পঠিত হয়েছে: 34 বার

টাচ নিউজ: ‘বাংলাদেশে হিন্দু-বৌদ্ধ ও খ্রীষ্টান ধর্মবলম্বীরা নির্যাতিত হচ্ছে,’ বলে মার্কিন যুক্তরাষ্ট্রের রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প যে অভিযোগ করেছেন তা যৌক্তিক নয় বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

রোববার সকালে সাভারে ড্যাফোডিল ইসলামিক সেন্টারের উদ্যোগে দুই দিনব্যাপী ‘সুন্নাহ কনফারেন্স বাংলাদেশ- এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, ‘বাংলাদেশে হিন্দু ধর্মাবলম্বী লোকজন সবাই নিরাপদে আছে। সম্প্রতি তারা বাংলাদেশে দুর্গাপূজা এবং জন্মাষ্টমী অত্যান্ত নিরাপদে পালন করেছে। সরকার তাদের যথেষ্ট নিরাপত্তা দিয়েছে। তাদের ধর্মচর্চায় কোনো বাধা নেই, উনারা কিছু দাবি করেছে, তা সরকারের উচ্চ পর্যায়ে বিবেচনায় রয়েছে।’

তিনি আরো বলেন, ‘ডোনাল্ড ট্রাম্প নির্বাচনী প্রচারণায় ভোট পাওয়ার জন্য এ কথা বলেছেন। আমরা তার কথার সাথে একমত পোষণ করি না। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট অন্য কেউ নির্বাচিত হলেও বাংলাদেশের সাথে সম্পর্কের অবনতি হবে না। ডোন্ডাল্ড ট্রাম্প আগেও ক্ষমতায় ছিলেন।’

বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের সর্ম্পক অনেক পুরানোও বলেও জানান তিনি।

এ সময় অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসিুফ রমাদান, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ শামছুল আলম ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভিসি প্রফেসর ড. এম লূৎফর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।