ঢাকা | জানুয়ারী ৩, ২০২৫ - ৭:৪১ পূর্বাহ্ন

চট্টগ্রাম টেস্ট: ৫ উইকেটে ৪১৩ নিয়ে লাঞ্চে দক্ষিণ আফ্রিকা

  • আপডেট: Wednesday, October 30, 2024 - 7:56 am
  • পঠিত হয়েছে: 87 বার

টাচ নিউজ: বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যে চলমান চট্টগ্রাম টেস্টের প্রথম দিনে হতাশার পর দ্বিতীয় দিনে টাইগার বোলাররা ঘুরে দাঁড়ালেও দক্ষিণ আফ্রিকার শক্তিশালী ব্যাটিং লাইনআপ প্রোটিয়াদের রান ৪০০ পার করেছে।

বুধবার (৩০ অক্টোবর) টেস্টের দ্বিতীয় দিনে লাঞ্চ বিরতি পর্যন্ত প্রথম ইনিংসে প্রোটিয়াদের সংগ্রহ ৫ উইকেটে ৪১৩ রান, যেখানে তারা দুই উইকেট হারিয়ে দিন শুরু করেছিল। তবে পরবর্তী পাঁচ রানের ব্যবধানে তাদের আরও তিনটি গুরুত্বপূর্ণ উইকেটের পতন হয়। প্রথম টেস্টের পর আবারও ৫ উইকেট শিকার করেন স্পিনার তাইজুল ইসলাম।

স্পিনার তাইজুল ইসলামের দারুণ বোলিংয়ে দক্ষিণ আফ্রিকা ব্যাটিংয়ে কিছুটা চাপ অনুভব করে। দিনের প্রথম ঘণ্টায় প্রোটিয়াদের দারুণ শুরুর পর তাইজুল দারুণ বোলিং করেন। প্রথমে বেডিংহাম (৫৯) ছক্কা মারতে গিয়ে বোল্ড হলে তাইজুল তার তৃতীয় উইকেটের দেখা পান। পরে ১৭৭ রানে ইনিংস খেলা ডি জর্জিকে এলবিডব্লিউ করেন। এ ছাড়া এরপর আগের টেস্টর সেঞ্চুরিয়ান কাইল ভেরিয়েনেকে শূন্য রানে আউট করেন তিনি । তার দুর্দান্ত বোলিংয়ে দক্ষিণ আফ্রিকার স্কোর দাঁড়ায় ৫ উইকেটে ৩৯১।

তবে এর আগে প্রথম ঘণ্টায় বাংলাদেশের বোলাররা খুব বেশি সুবিধা করতে পারেননি। নতুন দিনে প্রথম ঘণ্টা দক্ষিণ আফ্রিকা ১৫ ওভার ব্যাটিং করে ৫৯ রান সংগ্রহ করেছে, যেখানে ডি জর্জি ও বেডিংহামের বড় জুটির ফলে প্রোটিয়ারা স্বাচ্ছন্দ্যেই প্রথম সেশন নিজেদের নিয়ন্ত্রণে রাখে। তবে শেষের ৩ উইকেটে কিছুটা স্বস্তি নিয়ে বাংলাদেশ লাঞ্চে গেছে।

এদিকে, তাইজুল আজকের দিনের ৩ উইকেট ও আগের দিনের ২ উইকেট মিলে ৫ উইকেট নিয়েছেন এবং তার দুর্দান্ত স্পেলের মাধ্যমে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং লাইনআপে কিছুটা হলেও চাপ তৈরি করতে পেরেছেন।