ঢাকা | জানুয়ারী ২২, ২০২৫ - ৪:৩১ পূর্বাহ্ন

শিরোনাম

প্রাথমিকের তৃতীয় ধাপের ফল নিয়ে সিদ্ধান্ত শিগগিরই: সচিব

  • আপডেট: Thursday, October 24, 2024 - 11:24 am
  • পঠিত হয়েছে: 70 বার

টাচ নিউজ: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ-২০২৩ এর তৃতীয় ধাপের (ঢাকা ও চট্টগ্রাম বিভাগ) চূড়ান্ত ফলাফলের বিষয়ে আইনি জটিলতা নিয়ে শিগগির সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) তিনি কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেন।

প্রাথমিক ও গণশিক্ষা সচিব বলেন, ফলাফল প্রকাশের জন্য আমরা জনপ্রশাসন মন্ত্রণালয়ে মতামত চেয়েছিলাম। আমরা জানতে পেরেছি তারা এ বিষয়ে আইন মন্ত্রণালয়ে মতামতের জন্য ফাইল পাঠিয়েছিল। যতটুকু জেনেছি, আইন মন্ত্রণালয় থেকে তারা একটা মতামত জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠিয়েছে৷ জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই ফাইল আমাদের কাছে পাঠালেই আমরা ফল প্রকাশ করব। এটি দ্রুত পেলে চলতি মাসের মধ্যেই ফল প্রকাশ সম্ভব হবে।

এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি অনুবিভাগের যুগ্মসচিব মোহাম্মদ শামীম সোহেল বলেন, আমরা আইন মন্ত্রণালয় থেকে মতামত পেয়েছি৷ জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ফাইলটি যাচাই-বাছাই করে যত দ্রুত সম্ভব প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে পাঠাবে।