ঢাকা | ডিসেম্বর ৪, ২০২৪ - ২:০৫ পূর্বাহ্ন

টাঙ্গাইলে বাসের চাপায় মোটরসাইকেলের দুই নিহত

  • আপডেট: Monday, October 21, 2024 - 2:15 pm
  • পঠিত হয়েছে: 39 বার

টাচ নিউজ: টাঙ্গাইলে বাসের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। সোমবার (২১ অক্টোবর বিকেলে টাঙ্গাইল শহর বাইপাসের আশেকপুরে এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের পুলিশ বক্সের দায়িত্বরত কর্মকর্তা আলমগীর হোসেন জানান, বিকেল সোয়া ৫টার দিকে মোটরসাইকেল নিয়ে ওই দু’জন আশেকপুর বাইপাস এলাকায় মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে উত্তরবঙ্গগামী একতা পরিবহনের একটি বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই একজন এবং ঢাকায় নেয়ার পথে অপরজনের মৃত্যু ঘটে।

তিনি আরো জানান, বাসটি জব্দ করা গেলেও বাসের চালক ও হেলপার পালিয়ে যান। লাশ দু’টি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।