ঢাকা | ডিসেম্বর ২২, ২০২৪ - ৮:৩৩ পূর্বাহ্ন

শিরোনাম

নাটোরের বড়াইগ্রামে বাস-ট্রাকের সংঘর্ষে দুজন নিহত

  • আপডেট: Saturday, October 19, 2024 - 9:05 am
  • পঠিত হয়েছে: 47 বার

টাচ নিউজ: নাটোরের বড়াইগ্রামে বাস-ট্রাকের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন।

শুক্রবার (১৮ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের রেজুর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, নীলফামারী জেলার ডিমলা উপজেলার নাওপাড়া গ্রামের লুৎফর রহমানের ছেলে শফিকুল ইসলাম (৩২) ও রাজশাহীর পুঠিয়া বাজার এলাকার পরিতোষ কুমারের ছেলে উৎসব দত্ত (২৪)।

বনপাড়া হাইওয়ে থানার ওসি মো. ইসমাইল হোসেন জানান, শুক্রবার রাতে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের রেজুর মোড় এলাকায় ন্যাশনাল ট্রাভেলসের একটি বাস ঢাকা থেকে রাজশাহী যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মাছবাহী ট্রাক বাসটিকে অতিক্রম করার সময় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই বাসের দুই যাত্রীর মৃত্যু হয়। এ ঘটনায় আরও দুজন আহত হন। বনপাড়া ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত দুজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। রাতেই নিহতদের স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে বড়াইগ্রাম থানায় মামলা হয়েছে।