ইরান-ইসরায়েল যুদ্ধের আবহে হঠাৎ মিসরে সৌদি মোহাম্মদ বিন সালমান
টাচ নিউজ: যে কোনো সময় ইরানে হামলা করতে পারে ইসরায়েল। ইরানও পাল্টা জবাবের জন্য নিজেদের প্রস্তুত রেখেছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধের এমন আবহের মধ্যে এবার মুসলিম বিশ্বের সামরিক শক্তিধর দেশ মিসরে হাজির হয়েছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান।
কিছুদিন আগে সৌদির কাছে শত শত কোটি টাকার অস্ত্র বিক্রি অনুমোদন দেয় যুক্তরাষ্ট্র। মিসরেরও যুক্তরাষ্ট্রের সঙ্গে বেশ ভালো সম্পর্ক রয়েছে। গেল সপ্তাহে ইরানি পররাষ্ট্রমন্ত্রী সৌদি যুবরাজের সঙ্গে সাক্ষাৎও করেন। তার সপ্তাহখানেক পর মিসর সফরে গেলেন যুবরাজ মোহাম্মদ।
মঙ্গলবার (১৫ অক্টোবর) যুবরাজ মোহাম্মদ কায়রো আন্তর্জাতিক এয়ারপোর্টে পৌঁছানোর পর তাকে স্বাগত জানান মিসরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল সিসি। সৌদির রয়্যাল কোর্ট জানিয়েছে, সিসির সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার ও সাধারণ স্বার্থ নিয়ে আলোচনা করবেন সৌদি যুবরাজ।
মিসরের গণমাধ্যম বলছে, রিয়াদের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদারে মনোযোগী হবে কায়রো। গেল তিন বছরে মিসরের কাঁড়ি কাঁড়ি টাকা বিনিয়োগ করেছে সৌদি আরব। সেই বিনিয়োগ সামনে যেন আরও বাড়ে, তা-ই চাইছে মিসর।