ঢাকা | ডিসেম্বর ২৯, ২০২৪ - ৯:২৬ পূর্বাহ্ন

শিরোনাম

সিন্ডিকেটের বিরুদ্ধে অলআউট অ্যাকশনে যাবে সরকার : আসিফ

  • আপডেট: Tuesday, October 15, 2024 - 10:12 am
  • পঠিত হয়েছে: 41 বার

টাচ নিউজ: চাঁদাবাজি ও সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন যুব ও ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, সরকার চাঁদাবাজি ও সিন্ডিকেটের বিরুদ্ধে অলআউট অ্যাকশনে যাবে।

মঙ্গলবার (১৫ অক্টোবর) বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, দেশে বন্যা হওয়ার কারণে ফসলাদি নষ্ট হয়ে গেছে। এ জন্য সবজির দাম বেড়েছে। কিন্তু অন্যান্য পণ্যের দাম বৃদ্ধির পেছনে সিন্ডিকেট আছে। তাদের কারসাজিতেই এসব হচ্ছে। এই সিন্ডিকেট ভাঙার জন্য চেষ্টা করছে সরকার।

প্রয়োজনে সরকার এখন আরও কঠোর হবে জানিয়ে আসিফ মাহমুদ বলেন, বাজার সিন্ডিকেটের মূলহোতাদের গ্রেপ্তার করা হবে। ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) কার্যক্রম আরও বৃদ্ধি করা হবে।

যে কোনো সেক্টরে অনিয়ম-দুর্নীতি হলে তা তুলে ধরার জন্য সাংবাদিকদের নিকট আহ্বান জানিয়ে তিনি বলেন, দীর্ঘদিনের আওয়ামী নিয়োগ সেটআপ হয়েছে। অর্থনীতি খারাপ অবস্থায় আছে। আর্থিক ব্যবস্থা ভেঙে পড়েছে। ১৬ বছরে যা হয়েছে, তা ঠিক করতে ১০ বছর লাগবে। গণমাধ্যমও সংস্কার করা উচিত।

এখন দেশে কোনো শ্রমিক-অসন্তোষ নেই উল্লেখ করে শ্রম উপদেষ্টা বলেন, শ্রমিকদের কর্ম পরিবেশ উন্নত করার চেষ্টা চলছে। মন্ত্রণালয়ের নামের সঙ্গে কর্মসংস্থান থাকলেও প্রকৃত কর্মসংস্থান নিয়ে কোনো কাজ নেই। একটি কর্মসংস্থান অধিদপ্তর করার উদ্যোগ নেওয়া হয়েছে।