ঢাকা | ডিসেম্বর ২২, ২০২৪ - ৮:১৯ পূর্বাহ্ন

শিরোনাম

দীর্ঘ বিরতি শেষে জিয়া রাজের নতুন গান ‘প্রেম সাগরে’ প্রকাশিত

  • আপডেট: Tuesday, October 15, 2024 - 11:42 am
  • পঠিত হয়েছে: 84 বার

টাচ নিউজ: সম্প্রতি অবমুক্ত হয়েছে জিয়া রাজের গান ‘প্রেম সাগরে’। জি সিরিজ মিউজিক-এর ইউটিউব চ্যানেলে গত ৯ অক্টোবর গানটি রিলিজ হয়। প্রায় এক সপ্তাহে মিউজিক ভিডিওটি সাড়ে সাত হাজারেরও বেশি ভিউ হয়েছে।

‘প্রেম সাগরে’ শিরোনামে গানের কথা লিখে সুর করেছেন গায়ক নিজেই। মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন আনিকা ইবনাত। বসুন্ধরার আবাসিক ও পূর্বাচল ৩০০ ফিটে দৃশ্যায়ন হয়েছে এটি।

জিয়া বলেন, ‘এটি মূলত উৎসব মূখর নতুন প্রেমের গান। দেশের এই পরিস্থিতিতে পিওর রোমান্টিক গান নিয়ে আসাটা দুঃসাহসিক কাজ বটে।’

প্রায় সাত বছর আগে প্রকাশ পেয়েছিল কণ্ঠশিল্পী জিয়ার গান তুমি চাইলে। মাঝখানে বিশাল অভিমান নিয়ে গানের জগৎ থেকে দূরে ছিলেন এই গায়ক।