ঢাকা | জানুয়ারী ২, ২০২৫ - ১০:০৭ অপরাহ্ন

ভারতে ১১ চালানে রফতানি হলো ৫৩৩ টন ইলিশ

  • আপডেট: Sunday, October 13, 2024 - 12:37 pm
  • পঠিত হয়েছে: 100 বার

টাচ নিউজ: বাংলাদেশ সরকারের দুই হাজার ৪২০ টন ইলিশ পাঠানোর ঘোষণার বিপরীতে বন্দর দিয়ে ১১ চালানে ভারতে সর্বমোট ৫৩৩ টন ইলিশ রফতানি হয়েছে।

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শনিবার (১২ অক্টোবর) রাত ১০টা পর্যন্ত ১১ ট্রাকে ৩৬ টন ইলিশ ভারতে রফতানি হয়েছে।

বন্দর সূত্রে জানা যায়, বেনাপোল দিয়ে গত বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) থেকে শনিবার (১২ অক্টোবর) রাত ১০টা পর্যন্ত ১১ চালানে পাঁচ লাখ ৩৩ হাজার কেজি অর্থাৎ ৫৩৩ টন ইলিশ ভারতে রফতানি হয়েছে।

২০টি রফতানিকারক প্রতিষ্ঠান ১৬৮টি ট্রাকে করে পেট্রাপোল বন্দরে ভারতে এই ইলিশের চালান পাঠানো হয়েছে বলে বন্দর সূত্রে জানা যায়।

আরো জানা যায়, প্রতিকেজি ইলিশের রফতানি মূল্য ১০ মার্কিন ডলার, যা বাংলাদেশী টাকায় প্রায় এক হাজার ১৮০। যেখানে মোট ডলার আসে ৫৩ লাখ ২০ হাজার, যা বাংলাদেশী প্রায় ৬৩ কোটি টাকা।

শনিবার (১২ অক্টোবর) বেনাপোল মাছ বাজারে এক কেজির নিচে ইলিশ বিক্রি হয়েছে এক হাজার দুই শ’ থেকে এক হাজার তিন শ’ টাকায়।

কেজির ওপরে বিক্রি হয়েছে এক হাজার আট শ’ থেকে দুই হাজার টাকায়। একই আকারের ইলিশ ছয় শ’ থেকে আট শ’ টাকা কমে ভারতে রফতানি হয়েছে।

এ নিয়ে জানতে চাইলে বেনাপোল স্থলবন্দরের মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ কেন্দ্রের কর্মকর্তা আসওয়াদুল কম দামে ইলিশ রফতানির পরিপত্রটি কয়েক বছর আগের বলে দাবি করেন।

বেনাপোল চেকপোস্ট কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা মাসুদুর রহমান বলেন, ১২ অক্টোবরের মধ্যে ইলিশ রফতানি শেষ করতে হবে বলে বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা ছিল। সেই অনুযায়ী শেষ দিনে শনিবার (১২ অক্টোবর) রাত ১০টা পর্যন্ত ১১টি ট্রাকে ৩৬ টন ইলিশ ভারতে রফতানি হয়েছে। এ নিয়ে মোট ১১ চালানে ভারতে পাঁচ লাখ ৩৩ হাজার কেজি অর্থাৎ ৫৩৩ টন ইলিশ রফতানি হয়েছে।