ঢাকা | ডিসেম্বর ২৬, ২০২৪ - ৮:৩৮ অপরাহ্ন

শিরোনাম

আমি কিছু বলতে চাইছি না : আফরান নিশো

  • আপডেট: Wednesday, October 9, 2024 - 8:26 am
  • পঠিত হয়েছে: 102 বার

টাচ নিউজ: ছোট পর্দার তুমুল জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। ওটিটি প্ল্যাটফরমেও দারুণ সব চরিত্রে দেখা মিলেছে তার। তবে ‘সুড়ঙ্গ’ সিনেমার মাধ্যমে দেশ-বিদেশে বাংলা ভাষাভাষী দর্শকের মাঝে ব্যাপক সাড়া ফেলেন তিনি। রায়হান রাফী পরিচালিত সিনেমাটিতে তার বিপরীতে ছিলেন তমা মির্জা।

সুড়ঙ্গর সফলতার পর থেকেই নিশোকে ফের কবে সিনেমায় দেখা যাবে তা নিয়ে মাতামাতি ছিল দর্শকের মাঝে।

এবার নিশোর ভক্তদের জন্য সুখবর হলো চলতি বছরের নভেম্বর বা ডিসেম্বরে নতুন সিনেমার শুটিং শুরু করবেন তিনি। সিনেমাটি মুক্তির আলো দেখবে আগামী ঈদুল আজহায়।

এ বছরের মে মাসে ভারতের এসভিএফ-আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেডের সঙ্গে যৌথ আয়োজনে একটি প্রযোজনা প্রতিষ্ঠানের ঘোষণা আসে। সেই প্রতিষ্ঠানে দুটি সিনেমার জন্য চুক্তিবদ্ধ হন আফরান নিশো। নিশোর নতুন সিনেমাটি সেই দুই সিনেমার একটি পরিচালনা করবেন শিহাব শাহীন। তবে সিনেমার নাম এখনো জানা যায়নি।

সংশ্লিষ্টরা বলছেন, সপ্তাহখানেক পরই আনুষ্ঠানিকভাবে জানানো হবে সিনেমা, অভিনয়শিল্পী ও অন্যান্য কলাকুশলীর নাম।

এদিকে এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার শাকিল ও নির্মাতা শিহাব শাহীনের সঙ্গে যোগাযোগ করা হলে তারা এ বিষয়ে এখনই বিস্তারিত বলতে চাননি।

অভিনেতা আফরান নিশোর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, এখনই আমি কিছু বলতে চাইছি না। সপ্তাহখানেকের মধ্যে টিম থেকে ঘোষণা দেওয়া হবে। তখনই জানানো হবে সব। শুটিং শুরু হবে নভেম্বর বা ডিসেম্বরে।