ঢাকা | ডিসেম্বর ২২, ২০২৪ - ৮:১৬ পূর্বাহ্ন

শিরোনাম

সাবেক সতীর্থের বিদায়ে আবেগী মেসি

  • আপডেট: Tuesday, October 8, 2024 - 7:59 am
  • পঠিত হয়েছে: 68 বার

টাচ নিউজ: ছাড়ি, ছাড়ি করে অবশেষে ফুটবলকে বিদায় বলে দিলেন বার্সেলোনা ও স্পেনের তারকা ফুটবলার আন্দ্রেস ইনিয়েস্তা। এতে অবসান ঘটলো ২২ বছরের পেশাদার ফুটবল ক্যারিয়ারের।

স্পেনের জার্সিতে বিশ্বকাপ ও ইউরোজয়ী এ মিডফিল্ডার সামাজিক যোগাযোগমাধ্যমে অবসরের ঘোষণা দেন। সংযুক্ত আরব আমিরাতের এমিরেটস ক্লাবেই ক্যারিয়ার শেষ করলেন তিনি।

ইনিয়েস্তার বিদায়ী ঘোষণার পর বিশেষ বার্তা দিয়েছেন তার এক সময়ের সতীর্থ লিওনেল মেসি। ইনস্টাগ্রাম স্টোরিতে দেওয়া আবেগঘন বার্তায় আর্জেন্টাইন কিংবদন্তি লিখেছেন, ‘আমি যার সঙ্গ সবচেয়ে বেশি উপভোগ করেছি, আমার সবচেয়ে জাদুকরী সতীর্থদের একজন- ফুটবল তোমাকে মিস করবে। এবং আমরাও তোমাকে মিস করব। আমি সর্বদা তোমার মঙ্গল কামনা করি। তুমি একজন ফেনোমেনন।’

১৯৯৬ সালে ১২ বছর বয়সে বার্সেলোনা একাডেমিতে যোগ দেন ইনিয়েস্তা। ক্লাব বি দলের হয়ে ৫৪ ম্যাচ খেলার পর অভিষেক হয় মূল দলে। নিজেকে প্রতিষ্ঠিত করেন বিশ্বের সেরা মিডফিল্ডার হিসেবে।

বার্সার জার্সিতে খেলেছেন ৬৭৪ ম্যাচ। কাতালানদের হয়ে ৪ চ্যাম্পিয়ন্স লিগ, ৯ লা লিগা, ৬ কোপা দেল রেসহ ৩২টি শিরোপা জেতেন তিনি। এ ছাড়া স্পেন জাতীয় দলের জার্সিতে ২০১০ সালে বিশ্বকাপ ও ২০১২ সালে ইউরো কাপ জেতে তিনি। ২০১০ সালে বিশ্বকাপের ফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে তার শেষ মুহূর্তে গোলে চ্যাম্পিয়ন হয় স্পেন।