ঢাকা | ডিসেম্বর ২৬, ২০২৪ - ৭:১০ অপরাহ্ন

শিরোনাম

বাংলাদেশে আসছেন নেইমার, দেখা করার সুযোগ পাবেন ভক্তরা

  • আপডেট: Monday, October 7, 2024 - 11:04 am
  • পঠিত হয়েছে: 84 বার

টাচ নিউজ: বিশ্ব ফুটবলে বড় দলগুলোর একটি ব্রাজিল। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের সাফল্য ও ঐতিহ্য প্রচুর সমর্থক সৃষ্টি করেছে, যার একটি বড় অংশ বাংলাদেশে রয়েছে। বিশ্বকাপ কিংবা বড় কোনো আসরে ব্রাজিলের সমর্থনে বাংলাদেশের ভক্তরা হলুদ জার্সি পরে গলা ফাটিয়ে সমর্থন জানান।

সাধারণত নেইমার এবং হালের ভিনিসিয়ুসের মতো সুপারস্টারদের শুধু টেলিভিশনের পর্দায় দেখেই সন্তুষ্ট থাকতে হয় সমর্থকদের। অনেক ভক্তেরই স্বপ্ন থাকে তাদের প্রিয় তারকাকে সামনে থেকে দেখার, কিন্তু উপমহাদেশের বেশিরভাগ সমর্থকদের জন্য এই সুযোগ পাওয়া অনেক কঠিন এবং খরচসাপেক্ষ। ফলে সেই স্বপ্ন অপূর্ণই থেকে যায়।

তবে নেইমারের বাংলাদেশি ভক্তদের জন্য এবার সুখবর নিয়ে এসেছেন নেইমারের বন্ধু রবিন মিয়া। রবিন, যিনি বাংলাদেশি বংশোদ্ভূত এবং নেইমারের ঘনিষ্ঠ বন্ধু, দীর্ঘদিন ধরে ব্রাজিলিয়ান তারকার সঙ্গে কাজ করছেন। রবিন জানিয়েছেন যে তিনি নেইমারকে বাংলাদেশে নিয়ে আসার পরিকল্পনা করছেন, যা আগামী বছরের শুরুতেই হতে পারে।

একটি টেলিভিশন সাক্ষাৎকারে রবিন জানান, ‘নেইমারের আসার বিষয়ে দেশের একটি প্রতিষ্ঠানের সঙ্গে মৌখিক ও লিখিতভাবে আলোচনা হয়েছে। আমরা আশা করছি, ২০২৫ সালের শুরুতেই নেইমারকে বাংলাদেশে আনতে পারব।’

গত বছর ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো এবং আর্জেন্টাইন তারকা এমিলিয়ানো মার্টিনেজের বাংলাদেশ সফর বেশ কিছু বিতর্কের জন্ম দিয়েছিল। তবে নেইমারের ক্ষেত্রে যেন এমন কিছু না ঘটে, তা নিশ্চিত করতে বিশেষ উদ্যোগ নেওয়া হবে বলে আশ্বাস দেন রবিন। তিনি জানান, এই সফরটি ভক্তদের আবেগের সঙ্গে সামঞ্জস্য রেখে পরিকল্পনা করা হবে এবং একটি চ্যারিটি অনুষ্ঠানও আয়োজন করা হবে।

‘আমরা চাই নেইমারের সফরটি বাংলাদেশের মানুষের আবেগের সঙ্গে মিশে যাক। যদিও ১৬ কোটি মানুষকে নেইমারের সঙ্গে দেখা করানো সম্ভব না, তবে আমরা যতটুকু সম্ভব ব্যবস্থা করব,’ বলেন রবিন।

নেইমারের এই সফর বাংলাদেশের ফুটবলপ্রেমীদের জন্য এক অসাধারণ অভিজ্ঞতা হয়ে উঠতে পারে।